Somnath Shivling: মামুদের ভাঙা সোমনাথ মন্দিরের শিবলিঙ্গের ভাঙা অংশ সংরক্ষণ করবেন ধর্মগুরু রবিশংকর

Somnath Shivling broken parts preserved Agnihotri Brahmin will be consecrated by Sri Sri Ravishankar

মাধ্যম নিউজ ডেস্ক: প্রাচীন ভারতে হিন্দুদের পীঠস্থান সোমনাথ মন্দিরের (Somnath Shivling) শিবলিঙ্গকে ভেঙে চুরমার করেছিলেন গজনির সুলতান মামুদ। সেই ভাঙা জ্যোতির্লিঙ্গগুলি দীর্ঘদিন ধরেই সংরক্ষিত হয়েছিল। বর্তমানে সেই জ্যোতির্লিঙ্গের ভাঙা অংশগুলি নিজের কাছে রাখতে চলেছেন ভারতবর্ষের অন্যতম আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শংকর। জানা গিয়েছে, গজনির সুলতান মামুদ ওই জ্যোতির্লিঙ্গকে চূর্ণ-বিচূর্ণ করার পরে সেই ভাঙা অংশগুলি ছিল অগ্নিহোত্রী ব্রাহ্মণদের কাছে। বিগত ২১ বছর ধরে এই জ্যোতির্লিঙ্গের ভাঙা অংশগুলি ছিল সীতারাম শাস্ত্রী নামের এক অগ্নিহোত্রী পুরোহিতের কাছে এবং তিনি দেখাশোনা করেছিলেন এগুলি। সীতারাম শাস্ত্রী এগুলিকে হস্তান্তর করে দেন শ্রী শ্রী রবিশঙ্করের (Sri Sri Ravishankar) হাতে।

কী বললেন সীতারাম শাস্ত্রী?

সীতারাম শাস্ত্রী জানিয়েছেন (Somnath Shivling), তাঁরা দুই প্রজন্ম ধরে এই জ্যোতির্লিঙ্গের ভাঙা অংশগুলিকে সংরক্ষণ করে আসছেন। শাস্ত্রীর কাকা জ্যোতির্লিঙ্গের ভাঙা অংশগুলিকে সীতারাম শাস্ত্রীর হাতে হস্তান্তর করেছিলেন বলে জানা যায়। সীতারাম শাস্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আমি একুশ বছর আগেই মূর্তিগুলিকে পেয়েছিলাম। এর আগে আমার কাকা এগুলোকে নিজের কাছে রেখেছিলেন। তিনি আমাকে এই মূর্তিগুলিকে দিয়েছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন এর মধ্যে অন্তত দুটি মূর্তি যেন গুজরাতের সোমনাথ মন্দিরে তুমি স্থাপন করবে। সোমনাথ শাস্ত্রী জানিয়েছেন এই জ্যোতির্লিঙ্গের ভাঙা অংশগুলির বয়স হাজার বছর হয়ে গেছে। প্রায় আমার কাকা তাঁর গুরু প্রবীন্দ্র সরস্বতীর কাছ থেকে এগুলি পেয়েছিলেন। পরবর্তীকালে আমার কাকার কাছ থেকে এগুলি আমি পাই।’’

কী বললেন শ্রী শ্রী রবিশংকর (Somnath Shivling)

অন্যদিকে শ্রী শ্রী রবিশংকর এই বিষয়গুলির ওপরে বলেন, ‘‘সীতারাম শাস্ত্রীর কাকা তাঁর গুরু পরবেন্দ্র সরস্বতীর কাছ থেকে শিবলিঙ্গের অংশগুলি পেয়েছেন। ১০০ বছর আগে এই শিবলিঙ্গের অংশগুলি পেয়েছিলেন তিনি। তখন কাঞ্চির শংকরাচার্যের কাছে তিনি এগুলি নিয়ে যান। শংকরাচার্য তাঁকে বলেছিলেন যে সোমনাথ মন্দিরের শিবলিঙ্গ পবিত্র হতে ১০০ বছর সময় লাগবে। তাই তিনি সেই সময় পর্যন্ত অংশগুলিকে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিলেন।’’ জানা যায়, এক হাজার বছর আগেই শিবলিঙ্গটিকে ধ্বংস করেন গজনির সুলতান মামুদ এবং সোমনাথ মন্দিরের (Somnath Shivling) প্রবেশের সময় মামুদ পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করেছিলেন বলে জানা যায়। মন্দিরে সমস্ত জিনিসপত্র গজনির সুলতান লুট করেছিলেন এবং শিবলিঙ্গকে ধ্বংস করেছিলেন।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share