Maha Kumbh 2025: ‘এই আধ্যাত্মিক মেলার জন্য ভারত সরকারকে অভিনন্দন’, কুম্ভে মজে বিদেশি পর্যটকরা

Mahakumbh 2025 more than 50 lakh Nepalese devotees take holy dip at Prayagraj

মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভ (Maha Kumbh 2025) ঘুরে উচ্ছ্বসিত বিদেশি পর্যটকরা। মহাকুম্ভ দেখার অভিজ্ঞতা জীবনে একবারই হয় বলেও জানিয়েছেন তাঁরা। ওই মেলা চত্বর ঘুরে দেখে উচ্ছ্বাস এবং বিস্ময় প্রকাশ করেন বিদেশ থেকে আসা শয়ে শয়ে ভক্ত। কুম্ভমেলার এই রকম আয়োজন দেখে বিস্মিত এবং মুগ্ধ তাঁরা। এই মহা-আয়োজনকে এক গ্লোবাল ইভেন্টের সঙ্গে তুলনা করেছেন তাঁরা।

মানব আধ্যাত্মিকতার মিলনস্থল

বিদেশ থেকে আসা দর্শনার্থীদের মতে, মহাকুম্ভ শুধুমাত্র মানব আধ্যাত্মিকতার মিলনস্থল নয়, এটি একটি ঐশ্বরিক ঘটনা যা সকল জীবের কল্যাণে সহায়ক, পাখি ও প্রাণীদেরও অন্তর্ভুক্ত করে। তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে, বিদেশি পর্যটকরা এই অভিজ্ঞতাকে একটি জীবনে একবার পাওয়া সুযোগ হিসেবে বর্ণনা করেছেন, যা আধ্যাত্মিক উত্থান এবং সাংস্কৃতিক বিশালতার অসাধারণ এক পরিসর। এ প্রসঙ্গে এক পর্যটক বলেন, ‘এই রকম একটি ধর্মীয় এবং আধ্যাত্মিক মেলার আয়োজন করার জন্য আমি ভারত সরকারে অভিনন্দন জানাচ্ছি।’ তিনি বলেন, ‘এই রকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং ভারতের ঐতিহ্যের সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’ তাঁরা জানান, মহাকুম্ভে (Maha Kumbh 2025) এসে যে জিনিস তাঁরা দেখলেন তা কোনও দিনই ভুলবেন না।

সারা জীবনে একবারই আসে

মহাকুম্ভ ২০২৫ (Maha Kumbh 2025) বিশ্বব্যাপী তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য এক সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করছে। এর মধ্যে দিল্লির মনিকা তার ত্রিবেণী সঙ্গম পরিদর্শনকে তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “আমি শুধুমাত্র মিডিয়াতে এসব মুহূর্ত দেখেছি, কিন্তু তা সরাসরি অভিজ্ঞতা করা আমার ধর্ম এবং মানবতায় বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। এটি একটি অবিস্মরণীয় আধ্যাত্মিক যাত্রা।” এক বিদেশি পর্যটকের কথায়, এখানকার সরকার যেভাবে এই বিপুল জনসামাগম সামলেছেন তা এক কথায় অনবদ্য। তিনি বলেন, “ভিড়ের পরিমাণ সত্ত্বেও, এখানে উপস্থিত প্রত্যেকের মধ্যে যে ইতিবাচক শক্তি রয়েছে, তা সকলকে এক সূত্রে বেঁধে রেখেছে।” মহাকুম্ভ মেলা দর্শন সারা জীবনে একবারই আসে বলে উল্লেখ করেছেন অন্য এক পর্যটক। তিনি বলেন, ‘এখানে এসে আমরা ভারত এবং তার নাগরিক সংস্কৃতিকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পেরেছি।’

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share