মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার শেষ হচ্ছে মহাকুম্ভ (Kumbh Mela)। ওই দিনই হতে চলেছে মহা শিবরাত্রির (Shiv Ratri Snan) অমৃতস্নান। উত্তরপ্রদেশ প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে, মহা শিবরাত্রি উপলক্ষে এক কোটিরও বেশি ভক্ত সমাগম হতে পারে। এই বিরাট তীর্থযাত্রীদের ব্যবস্থাপনার জন্য সর্বক্ষণ নিরন্তর কাজ করে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে আজ মঙ্গলবার বিকাল থেকেই কুম্ভমেলার এলাকার আশেপাশে সমস্ত অঞ্চলকে যানবাহন মুক্ত করা হবে। ঢুকতে দেওয়া হবে না কোনও গাড়ি। উত্তরপ্রদেশ সরকার আরও জানিয়েছে যে ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভে এখনA পর্যন্ত পুণ্যস্নান সেরেছেন ৬৪ কোটি ভক্ত।
সম্পন্ন হয়েছে ৫টি অমৃতস্নান (Kumbh Mela)
প্রসঙ্গত, এখনও পর্যন্ত মোট পাঁচটি অমৃত স্নান হয়েছে। ১৩ জানুয়ারি, ১৪ জানুয়ারি, ২৯ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি, ১২ ফেব্রুয়ারি। ২৬ ফেব্রুয়ারি হতে যাচ্ছে শেষ অমৃতস্নান। দেশ জুড়ে চরম উন্মাদনা দেখা গিয়েছে এনিয়ে। ট্রেন বিমান সড়কপথে গোটা ভারত যেন প্রয়াগরাজমুখী হয়ে গিয়েছে। এজন্য বিশেষ ব্যবস্থাও নিচ্ছে যোগী আদিত্যনাথের প্রশাসন।
বিশেষক্ষেত্রে ছাড় (Kumbh Mela)
মঙ্গলবার বিকাল চারটে থেকেই প্রশাসন অভিযানে নামবে এবং যানবাহন মুক্ত করা হবে মেলা (Kumbh Mela) প্রাঙ্গণকে। যে সমস্ত যানবাহনের ক্ষেত্রে পাস থাকবে সেগুলিকেই নির্দিষ্ট এলাকার পার্কিং করার অনুমতি দেওয়া হবে। উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে, দুধ, শাকসবজি, ওষুধ, জ্বালানি, জরুরি যানবাহন এগুলির ক্ষেত্রে কোনও বিধি নিষেধ থাকবে না। এর পাশাপাশি ডাক্তার, পুলিশকর্তা এবং প্রশাসনিক কর্মীদেরও অবাধ চলাচল থাকবে।
মহাকুম্ভকে কেন্দ্র করে বেড়েছে অর্থনীতি
১৪৪ বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। এই মহাকুম্ভে ডুব দিয়েছেন বিদেশি রাষ্ট্রপ্রধান থেকে কূটনীতিক। বলিউড থেকে শিল্পপতি। দেশের রাজনৈতিক নেতা থেকে ক্রীড়া জগতের বিখ্যাত ব্যক্তিত্বরা। প্রতিদিনই সারা ভারত যেন প্রয়াগরাজের অভিমুখে এগিয়ে চলেছে। এই আবহে মহাকুম্ভের অর্থনৈতিক দিকটি সামনে এসেছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) একটি সমীক্ষা চালিয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে পৃথিবীর বৃহত্তম এই যে ধর্মীয় সমাবেশ অর্থাৎ মহাকুম্ভ এখানেই বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করে ও পরিষেবা দিয়ে আনুমানিক তিন লক্ষ কোটি টাকারও বেশি ব্যবসা হতে যাচ্ছে।
Leave a Reply