Sikh Riot: ‘মোদির কারণেই মিলেছে বিচার’, সজ্জন কুমারের যাবজ্জীবনে মত শিখ হিংসায় ক্ষতিগ্রস্তদের

Sikh riot victims express gratitude to PM Modi regarding life term to Sajjan Kumar

মাধ্যম নিউজ ডেস্ক: ১৯৮৪ সালে দিল্লির শিখ বিরোধী হিংসায় (Sikh Riot) কংগ্রেস নেতা সঞ্জন কুমারের যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছে আদালত। মঙ্গলবারই এই সাজা ঘোষণা হয়েছে। জোড়া খুনের মামলায় সরকার পক্ষের আইনজীবী সজ্জনের (Sajjan Kumar) মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেছিল। কিন্তু বিচারক তা খারিজ করেছেন। যাবজ্জীবন কারাদণ্ডের খবর সামনে আসতেই শিখ হিংসায় (Sikh Riot) ভুক্তভোগী পরিবারগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কারণেই তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। এর পাশাপাশি দেশের বিচার ব্যবস্থার প্রতিও তাঁরা আস্থা দেখিয়েছেন।

মোদির কারণেই মিলেছে বিচার

শিখ বিরোধী হিংসায় (Sikh Riot) ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য কুলদীপ কৌর বলেন, ‘‘এই রায় আমাদের পক্ষে নয়। আমরা সজ্জন কুমারের ফাঁসি চেয়েছিলাম। কংগ্রেসের অধীনে তাঁকে (সজ্জন কুমার) সুরক্ষা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি শাস্তি নিশ্চিত করেছেন। মোদি সরকারের কারণেই এই ন্যায়বিচার পাওয়া গিয়েছে। তবে আমরা আরও কঠোর শাস্তির জন্য লড়াই চালিয়ে যাব। সজ্জন কুমারের ফাঁসি না হওয়া পর্যন্ত আদালতে লড়াই চলবে।’’ আরেক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য লক্ষ্মী কৌর বলেন, ‘‘আমার পরিবারের দুই সদস্যকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল। কংগ্রেস সরকারের নৃশংসতা আমরা কখনও ভুলতে পারি না। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আমরা ন্যায়বিচার পাব ভেবেছিলাম। কংগ্রেসের ওপর এই কালো দাগ কখনও মুছে যাবে না।’’

কী বলছেন আতর কৌর?

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শিখ দাঙ্গায় (Sikh Riot) ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আতর কৌর বলেন, ‘‘কংগ্রেস দল অন্যায় করেছে। আমাদের বাড়ির পুত্রবধূ এবং মেয়েদের ওপর বীভৎস নির্যাতন চালানো হয়। আমার আত্মীয় গুরদীপ কৌরকে চোখের সামনেই হত্যা করা হয়েছিল। শিখদেরকে লক্ষ্যবস্তু বানিয়ে এই হত্যালীলা চালানো হয়।’’ রাহুল গান্ধীকে তোপ দেগে আতরের আরও দাবি, ‘‘তিনি (রাহুল গান্ধী) তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধীর হত্যার কথা বলেন, কিন্তু আমাদের যন্ত্রণা বুঝতে পারেন না? দাঙ্গার স্মৃতি এখনও আমাদের তাড়া করে বেড়ায়। সজ্জন কুমারকে ফাঁসি দেওয়া উচিত ছিল।’’

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share