PM Modi: এনিয়ে ২১টি দেশের! এবার মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত মোদি

PM Modi got Mauritius highest national award

মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ‘গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান’ সম্মানে ভূষিত করল মরিশাস (Mauritius Highest National Award)। প্রসঙ্গত, এটাই হল মরিশাসের সর্বোচ্চ অসামরিক সম্মান। মঙ্গলবার, ১১ মার্চ মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম এই সম্মান প্রদানের কথা ঘোষণা করেন। উল্লেখ্য প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন প্রধানমন্ত্রী মোদি। এর আগেও বিভিন্ন দেশে সফরে গিয়ে সেই সব দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এ নিয়ে ২১টি দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী।

এই সম্মান ভারত ও মরিশাসের মধ্যে ঐতিহাসিক বন্ধনের, বললেন মোদি

বর্তমানে মরিশাস সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মঙ্গলবারই পোর্ট লুইসে ভারতীয় সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি মোদি এবং রামগুলাম। সেখানেই সম্মান প্রদানের কথা ঘোষণা করেন তিনি। সে সময় গোটা সভাঘর করতালিতে ফেটে পড়ে। মরিশাসের প্রধানমন্ত্রী রামগুলাম জানান, ১৯৯২ সালের ১২ মার্চ মরিশাস প্রজাতন্ত্রে পরিণত হওয়ার পর, পঞ্চম বিদেশি নাগরিক হিসেবে এই সম্মান পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। প্রথম যে বিদেশি নাগরিক হিসেবে এই সম্মান পেয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। মরিশাসের সর্বোচ্চ অসামরিক সম্মান প্রদানের জন্য মরিশাসের জনগণ এবং সেই দেশের সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, ‘‘আমি বিনীতভাবে এবং অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই সিদ্ধান্ত গ্রহণ করছি। এই সম্মান ভারত ও মরিশাসের মধ্যে ঐতিহাসিক বন্ধনের।’’

ভোজপুরী ভাষায় প্রবাসীদের সম্বোধন, প্রশংসা করলেন মাখনার

মরিশাসে এদিন প্রবাসী ভারতীয়দের মধ্যে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। উপস্থিত প্রবাসী ভারতীয়দের মধ্যে বড় অংশই ছিল বিহারের বাসিন্দা। তাই নিজের বক্তব্যের কিছুটা অংশ ভোজপুরি ভাষায় তিনি রাখেন। বিহারের জনপ্রিয় খাবার মাখনার প্রতি তাঁর ভালোবাসা ব্যক্ত করেন তিনি। নিজের বক্তব্যে মোদি (PM Modi) বলেন, ‘‘বিহারের প্রধান খাবার মাখনা, বিশ্বব্যাপী খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠবে। সেদিন খুব বেশি দূরে নয় যখন বিশ্ব খাবারের তালিকা স্থান পাবে মাখনা।’’ মোদি যখন এমন বক্তব্য রাখেন তখন করতালিতে ফেটে পড়ে গোটা হল। ভোজপুরি ভাষায় জনতার উদ্দেশে মোদি জিজ্ঞাসা করেন, ‘‘আপনারা সবাই ভালো আছেন তো! আজ আমি আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে খুব আনন্দিত।’’ এর পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি বিহারের সঙ্গে আপনাদের মানসিক সংযোগ বুঝতে পারি। বিশ্বের অন্যান্য অংশে যখন শিক্ষার আলো পৌঁছায় নি তখন একমাত্র বিহারের নালন্দাই বিশ্বব্যাপী প্রতিষ্ঠান ছিল। মরিশাসে বিহার, উত্তরপ্রদেশ ও ভারতের বিভিন্ন অংশ থেকে আমাদের পূর্বপুরুষ এসে বসতি স্থাপন করেছিলেন। তাই এখানে একটি মিনি ইন্ডিয়া তৈরি হয়েছে।’’

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share