SpaceX: দেশে ইন্টারনেট ব্যবস্থায় বিপ্লব! ইলন মাস্কের স্পেস এক্সের সঙ্গে চুক্তি জিও-এয়ারটেলের

Airtel and Jio signs pact with SpaceX

মাধ্যম নিউজ ডেস্ক: ইলন মাস্কের সংস্থার (SpaceX) সঙ্গে চুক্তি করল ভারতের জনপ্রিয় দুই টেলিকম সংস্থা এয়ারটেল ও জিও (Airtel And Jio)। প্রথমে এয়ারটেলের চুক্তির খবর সামনে আসে মঙ্গলবার। এরপরেই স্পেস এক্সের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করে জিও। দুই সংস্থার হাত ধরে এবার ভারতের বাজারে আসতে চলেছে স্পেস এক্স। জানা যাচ্ছে, এর ফলে স্টার লিঙ্কের হাই স্পিড ইন্টারনেট এবার দ্রুতই হাতে পেয়ে যাবেন ভারতীয় গ্রাহকরা। তবে এখানেই শেষ নয়, এবার থেকে ইলন মাস্কের সংস্থার ইন্টারনেট সংক্রান্ত সমস্ত উপাদানই মিলবে এয়ারটেল ও জিও-র স্টোর থেকে। এদেশে দোকান, বাজার, স্কুল, স্বাস্থ্য ক্ষেত্র সমেত ভারতের বহু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে এয়ারটেল ও মুকেশ আম্বানির সংস্থা জিও। দেশের অধিকাংশ গ্রামেই এই দুই সংস্থা নিজেদের মেলে ধরেছে। এবার এই দুই ভারতীয় সংস্থার সঙ্গে এবার যুক্ত হচ্ছে স্পেস এক্স (SpaceX)। জানা গিয়েছে, এরফলে দেশের যে সমস্ত অংশে ইন্টারনেট ব্যবস্থা শক্তিশালী নয়, সেখানে অতিদ্রুত পৌঁছে যাবে ইন্টারনেট পরিষেবা।

কী জানাল এয়ারটেল ও জিও?

জিও-র তরফে জানানো হয়েছে, ‘‘তাদের খুচরো বিক্রয়কেন্দ্র এবং অনলাইন স্টোরের মাধ্যমে গ্রাহকদের কাছে স্পেসএক্সের স্টারলিঙ্ক পরিষেবা পৌঁছে দেওয়া হবে। একইসঙ্গে ইউজারদের স্টারলিঙ্ক (SpaceX) সংক্রান্ত অন্যান্য সুবিধাও প্রদান করা হবে।’’

এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর তথা ভাইস চেয়ারম্যান গোপাল ভিত্তল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্পেস এক্সের (SpaceX) সঙ্গে কাজ করতে পেরে তাঁরা খুশি। এই চুক্তি নতুন মাইলস্টোন তৈরি করবে বলেও জানিয়েছেন তিনি। মনে করা হচ্ছে এরফলে ইন্টারনেটের খরচও এতে খানিকটা কমে যাবে।

কী বললেন স্পেস এক্সের কর্তা?

অন্যদিকে, স্পেসএক্সের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার গুইন শটওয়েল এয়ারটেলের সঙ্গে চুক্তি নিয়ে বলেন, ‘‘আমরা এয়ারটেলের সঙ্গে কাজ করতে খুবই খুশি। এয়ারটেলের টিম ভারতের টেলিকম ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। এই চুক্তি আমাদের ব্যবসার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’’ জিও-র সঙ্গে চুক্তি নিয়ে তিনি বলেন, ‘‘আমরা জিও-র সঙ্গে কাজ করতে খুবই উত্তেজিত। এই চুক্তি আরও বেশি গ্রাহককে স্টারলিঙ্কের দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে সাহায্য করবে।’’

দেশের ৭০ কোটি মানুষ বর্তমানে প্রচুর ইন্টারনেট ব্যবহার করে থাকেন

স্পেস এক্স একটি বার্তা থেকে জানিয়েছে ভারতের মাটিতে সেরা দুটি টেলিকম সংস্থাকে তারা বেছে নিয়েছে। ফলে এখান থেকে আগামীদিনে তারা ভারতের মাটিতে ভালো ব্যবসা করার বিষয়ে আশাবাদী। দেশের বিভিন্ন শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও এই দুই প্রতিষ্ঠানের হাত ধরে শক্তিশালী ইন্টারনেট পরিষেবা চালু করা হবে। প্রসঙ্গত, ভারতের মোট ৭০ কোটি মানুষ বর্তমানে প্রচুর ইন্টারনেট ব্যবহার করে থাকেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। এঁদের সকলেই আগামীদিনে আরও সস্তায় এবং উন্নত ইন্টারনেট পরিষেবা দেওয়ার কাজটি করবে স্পেস এক্স।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share