মাধ্যম নিউজ ডেস্ক: রামনবমীকে (Ram Navamai) কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চড়ছে পারদ। বিগত কয়েক বছর ধরেই রামনবমীকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে। লাখে লাখে রামভক্তরা নেমেছেন রাজপথে। এই আবহে চলতি বছরের রামনবমীতে ১ কোটি হিন্দু রাস্তায় থাকবেন বলে হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতা এদিন সাফ বললেন, ‘‘রামনবমীতে ২০০০ মিছিল হবে। ১ কোটি হিন্দু রাস্তায় থাকবেন। কোনও অনুমতি নেবেন না।’’ ওয়াকিবহাল মহলের ধারণা, রাজ্যে রামনবমীকে কেন্দ্র করেই জনজাগরণ করতে চাইছে বিজেপি।
হুঙ্কার শুভেন্দুর (Suvendu Adhikari), পথে থাকবে ১ কোটি হিন্দু
এদিন কার্যত হুঙ্কারের সুরেই শুভেন্দু বলেন, ‘‘ভালো করে রাম নবমী করবেন। আমিও থাকব মাঠে। গতবার ৫০ লক্ষ হিন্দু নেমেছিল, একহাজার মিছিল হয়েছিল। এবার ২ হাজার মিছিল হবে, ১ কোটি হিন্দু রাস্তায় থাকবে। কোনও অনুমতি নেবেন না। কোনও অনুমতির প্রয়োজন নেই।’’
গতকালই বিরোধী দলনেতা হাজির ছিলেন শহিদ দিবসে
গতকাল শুক্রবার নন্দীগ্রামে শহিদ দিবসের মঞ্চ থেকে রাম মন্দির তৈরির এমনই ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ৬ এপ্রিল রাম নবমীর (Ram Navamai) দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে শুক্রবার ঘোষণা করলেন তিনি। একইসঙ্গে শুক্রবার সোনাচূড়া গ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপণও করেন তিনি।
সাড়ে তিন বিঘা জমির ওপর নির্মাণ হবে রাম মন্দির
জানা গিয়েছে, নন্দীগ্রামের সোনাচূড়া গ্রামে প্রায় সাড়ে তিন বিঘা জমির ওপর রাম মন্দির তৈরি হতে চলেছে। এক বছরের মধ্যে সেই নির্মাণ শেষ হবে জানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রামে শহিদদের শ্রদ্ধা জানানোর মঞ্চ থেকে সেই কথা ঘোষণা করলেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, ‘‘রাম নবমীর দিন মন্দির নির্মাণ শুরু হবে। নন্দীগ্রামের দক্ষিণপ্রান্তে সোনাচূড়াতে মন্দিরের নির্মাণ শুরু হবে। এখানে অয্যোধার রাম মন্দিরের আদলে মন্দির তৈরি হবে।’’
Leave a Reply