Baloch Insurgents: পাক সেনার কনভয়ে ‘আত্মঘাতী’ হামলার দাবি বালোচ বিদ্রোহীদের, নিহত ৯০

Baloch insurgents claim attack in paksitan 90 Pakistani military personnel killed

মাধ্যম নিউজ ডেস্ক: পাক সেনার ওপরে ফের হামলা চালাল বালোচিস্তান লিবারেশন আর্মি (Baloch Insurgents)। রবিবার কোয়েটা থেকে তাফতান যাচ্ছিল সেনাবাহিনীর একটি কনভয়। সেখানেই হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। তাদের দাবি, ৯০ জন পাকিস্তানি সেনা জওয়ান নিহত হয়েছেন এই ঘটনায়। যদিও পাকিস্তানি সেনার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, রবিবারের হামলায় অন্তত সাত জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ২১ জন।

কী জানাল পাক সেনা?

পাকিস্তানি সেনার তরফে রবিবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কোয়েটা থেকে তাফতান যাওয়ার পথে হামলা হয়েছে তাদের কনভয়ে। কনভয়ে সাতটি বাস এবং দু’টি গাড়ি ছিল বলে জানিয়েছে পাক সেনা। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘একটি বাসে ধাক্কা দেয় বিস্ফোরক বোঝাই গাড়ি (Baloch Insurgents)। সম্ভবত আত্মঘাতী হামলা চালানো হয়েছে। আর একটিকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়েছে।’’ অন্যদিকে, সেনার হেলিকপ্টার ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এনেছে বলে খবর। আহতদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কী জানাল বালোচ বিদ্রোহীরা?

হামলার কিছু ক্ষণের মধ্যেই ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে বালোচ বিদ্রোহীরা(Baloch Insurgents)। বিবৃতিতে বালোচ বিদ্রোহীরা বলেছে, ‘‘কিছু ক্ষণ আগেই নোশকির আরসিডি জাতীয় সড়কে রাখশান কারখানার কাছে পাকিস্তানি সেনার কনভয় লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছে বালোচ লিবারেশন আর্মির ফিদায়েঁ বিভাগ মজিদ ব্রিগেড। কনভয়ে আটটি বাস ছিল। একটি বাস পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে।’’ বালোচ বিদ্রোহীদের আরও দাবি, হামলার পরে আর একটি বাসকে ঘিরে ফেলেন তাঁরা। তার পরেই তাঁরা নিকেশ করেন বাসে সওয়ার সকল জওয়ানকে। এই ঘটনায় ৯০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে (Baloch Insurgents)।

বালোচিস্তান লুট করছে চিন!

জানা গিয়েছে, বালোচ বিদ্রোহীরা আসলে পাকিস্তানের গ্বদর বন্দর এবং চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্প থেকে চিনকে দূরে সরানোর দাবি তুলেছে। এই প্রকল্পের মাধ্যমে চিন বালোচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুট করছে চিন, এমনটাই অভিযোগ বিদ্রোহীদের। সেই নিয়ে পাক সেনার সঙ্গে তাদের সংঘাত ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share