Mauritius: মরিশাসের গঙ্গাতালাওতে মা দুর্গার ১০৮ ফুটের মূর্তি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু

a108-foot-statue-of-goddess-durga-in-ganga-talao-mauritius-is-a-center-of-attraction-for-devotees

মাধ্যম নিউজ ডেস্ক: মরিশাসে (Mauritius) গঙ্গাতালাওতে মা দুর্গার ১০৮ ফুটের একটি মূর্তি ভক্তদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই মূর্তি বিশ্বের সবচেয়ে উঁচু দেবীমূর্তি। মা দুর্গার (Maa Durga) এই মূর্তিকে রাজকীয় স্থাপত্যের প্রতীক বলে মনে করা হয়। মা দুর্গার স্মৃতিস্তম্ভটি এই দ্বীপের গভীরে গ্রথিত করা হয়েছে। হিন্দু ধর্মের গভীর আস্থা এবং বিশ্বাসের প্রতীক এই দীপ্তিমান মূর্তি। উল্লেখ্য ভারতের সঙ্গে মরিশাসের ধর্মীয় যোগ বহু প্রাচীন। ভারতের সঙ্গে হিন্দু ধর্মের প্রধান বিনিময়স্থল হল এই দ্বীপরাষ্ট্রটি। হিন্দুদের জন্য পর্যটন কেন্দ্র হিসেবে এখন উল্লেখযোগ্য জায়গা হল মরিশাস।

২০০০ ঘনমিটার কংক্রিট এবং ৪০০ টন লোহা ব্যবহারে নির্মিত (Mauritius)

হিন্দু সংস্কৃতি এবং ঐতিহ্যের উজ্জ্বলা শক্তিরূপা মা দুর্গার (Maa Durga) মূর্তির প্রতি যে কেবল মরিশাসের (Mauritius) হিন্দু সমাজেরই আস্থা রয়েছে তা নয়, ভারতের হিন্দুদের কাছেও এখন আধাত্মিক সাধানার প্রধানস্থলে পরিণত হয়েছে। জানা গিয়েছে, ছয় বছর সময় লেগেছিল এই সম্পূর্ণ মূর্তি নির্মাণের কাজটিতে। তবে নির্মাণের জন্য সকল অর্থ ভক্তদের কাছ থেকেই সংগ্রহ করা হয়েছে। নির্মাণ কাজে ২০০০ ঘনমিটার কংক্রিট এবং ৪০০ টন লোহা ব্যবহার করা হয়েছিল। এই বিরাট স্থাপত্য নির্মাণে নানা রকমের প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। শুধু শৈল্পিক ভাবনাই নয়, এর সঙ্গে রয়েছে শ্রদ্ধা, আধ্যাত্মবোধ এবং ভক্তির আনন্দভাবও।

মরিশাসের এই অঞ্চলটি প্রধান তীর্থস্থান

শক্তি, সুরক্ষা এবং মাতৃত্বের প্রতীক হলেন এই মা দুর্গা। তিনি মোট আট হাতে চিরাচরিত দুর্গার অস্ত্র ধারণ করে রয়েছেন এবং সঙ্গে রয়েছে সিংহ বাহন। দেবী মূর্তি যেখানে স্থাপনা করা হয়েছে তাকে গঙ্গাতালাও বা গ্র্যান্ড বেসিন নামেও জানা যায়। চারিদিকে সবুজে ঘেরা এবং জলের মধ্যে অবস্থিত দেবীদুর্গা (Maa Durga)। ভারতে গঙ্গার জলধারার মতো পবিত্র ভাবা হয় এই গঙ্গাতালাও বা গ্র্যান্ড বেসিনকে (Mauritius)। মরিশাসের এই অঞ্চলটি প্রধান তীর্থস্থান। এখানে ভাগবান শিবের মূর্তিও রয়েছে। শিবের আধ্যাত্মিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করতে দেবী দুর্গার এই বিরাট মূর্তি স্থাপনা করা হয়েছে। এখানে প্রতিবছর হাজার হাজার ভক্ত সমবেত হন। এই জলাশয়ের কাছেই মহাশিব রাত্রি, নবরাত্রি পালিত হয়। বেদমন্ত্র পাঠ, ধর্মকথা, পুজো এবং ভজন কীর্তনে পরিমণ্ডল বিরাট আকার নেয়। তবে নবরাত্রি বা দুর্গা পুজোর সময় বিরাট আকারে হিন্দু ধর্মাবলম্বীদের মহাতীর্থ ক্ষেত্রে পরিণত হয়। আর তাই ধর্মীয় আধ্যাত্মিকার থেকেও এখন সাংস্কৃতিক পরিমণ্ডলের উল্লেখযোগ্য প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে এই জায়গা।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share