মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল খড়দা (Khardah) থানার টিটাগড় পুরানো বাজার এলাকা। সংঘর্ষের জেরে আকাশ প্রসাদ নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে টিটাগড় পুরসভার দুই কাউন্সিলার বিকাশ সিং এবং সোনু সাউয়ের মধ্যে গন্ডগোল প্রকাশ্যে চলে এসেছে। পরে, নিহত তৃণমূল কর্মীর দেহ রেখে খড়দা থানার সামনে তৃণমূল কর্মীদের একাংশ বিক্ষোভ দেখান। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, দুই গোষ্ঠীর মধ্যে একটি গন্ডগোল হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঠিক কী ঘটনা ঘটেছে? (Khardah)
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়দা (Khardah) থানার টিটাগড় পুরসভার দুই কাউন্সিলার বিকাশ সিং এবং সোনু সাউয়ের মধ্যে গন্ডগোল নতুন নয়। জানা গিয়েছে, সোনু সাউ ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। আর বিকাশ ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। রৌনক পান্ডে নামে এক তৃণমূল কর্মী বিকাশের অনুগামী। রৌনককে সোনুর সঙ্গে থাকার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। রবিবার রৌনককে মারধর করার অভিযোগ ওঠে সোনু ঘনিষ্ঠ অর্জুন জয়সওয়ালের বিরুদ্ধে। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপরই বিকাশবাবু দলবল নিয়ে এসে চড়াও হয়। সোনুর সঙ্গে বিকাশ অনুগামীদের সংঘর্ষের জেরে আকাশকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেমেছে বিশাল পুলিশবাহিনী এবং র্যাফ। খড়দা থানার সামনে তৃণমূল কাউন্সিলার সোনু সাউকে ব্যাপক ধমক দেন খড়দা থানার আইসি। দুই কাউন্সিলারের প্রকাশ্যে মারামারি নিয়ে সরব হন তিনি।
পুরসভার চেয়ারম্যান কী বললেন?
পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ বলেন, কী কারণে গন্ডগোল হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় তৃণমূলের কোনও গোষ্ঠী কোন্দলের বিষয় নয়। পাড়ার মধ্যে গন্ডগোল। পুলিশ সমস্ত ঘটনার তদন্ত করছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply