Calcutta High Court: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তিরস্কার পর্ষদকে, রাতারাতি নিয়োগপত্র পেলেন অনামিকা

abhijit_high_court

মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতির অভিযোগে উত্তরবঙ্গের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার স্কুলের চাকরি খোয়া গিয়েছিল। আগেই সেই চাকরি পাওয়ার কথা ছিল অনামিকা রায়ের। অভিযোগ দীর্ঘ দিন ধরে এই সংক্রান্ত মামলায় কয়েক মাস কেটে গেলেও নিয়োগপত্র হাতে পাননি তিনি। গাফিলতির অভিযোগ ওঠে এসএসসির-এর বিরুদ্ধে। এই আবহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Calcutta High Court) সক্রিয় হতেই তড়িঘড়ি অনামিকার কাছে পৌঁছাল নিয়োগপত্র। এ বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনারের কাছে রিপোর্টও তলব করেছেন বিচারপতি। তারপরেই পর্ষদের ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট লেটারের নোটিশ দেয় এসএসসি।

ঠিক কী অভিযোগ অনামিকার?

চাকরিপ্রার্থী অনামিকা রায়ের অভিযোগ, চলতি বছরের ১৬ মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Calcutta High Court) নির্দেশ দিলেও তাঁকে এখনও চাকরিতে যোগ দিতে দেওয়া হয়নি। অনামিকার আরও দাবি মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন মেডিক্যাল টেস্ট সবকিছু সম্পন্ন হয়ে যাওয়ার পরও পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট অসম্পূর্ণ থাকায় চাকরি পাননি তিনি। এরপরই তড়িঘড়ি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে রিপোর্ট তলব করেন বিচারপতি (Calcutta High Court) অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশের আগামী ২০ সেপ্টেম্বর তাঁকে নিয়োগপত্র নিতে তলব করা হয়েছে।

মামলার খুঁটিনাটি

প্রসঙ্গত, গত ১৬ মে ৩ সপ্তাহের মধ্যে নিয়োগ করার নির্দেশ হাইকোর্ট  (Calcutta High Court)দিলেও তা পালন করেনি রাজ্যে সরকার। যানিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে, আদালতের নির্দেশ এভাবে কেন অমান্য করল এসএসসি! মন্ত্রী কন্যা অঙ্কিত অধিকারীর চাকরি যাওয়ার পর ববিতা সরকার সেই পদের আবেদন করেছিলেন। তারপরে সে নিয়েও বিস্তর জলখোলা শুরু হয়। অনামিকার রায় পরবর্তীকালে তথ্য সহ আদালতের দ্বারস্থ হয়ে জানান ওই পদে চাকরি পাওয়ার কথা তাঁরই। সে সময় ববিতা সরকারেরও চাকরি যায়। ছয় মাসের বেতনসহ প্রাপ্ত অর্থ আদালতে জমা দিতে হয় তাঁকে।

আরও পড়ুন: হামলার অভিযোগ, নিহত বিজেপির কর্মীর দাদা দ্বারস্থ হলেন সিবিআইয়ের

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share