English Channel: ২৬ বছর পর বিশেষভাবে সক্ষম হিসেবে টু ওয়ে ইংলিশ চ্যানেল পার করলেন হাওড়ার রিমো

English_Channel

মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ২৬ বছর পর আরও এক বিশেষভাবে সক্ষম বাঙালি সাঁতারু উত্তর হাওড়ার সালকিয়ার এস বি লেনের বাসিন্দা ৩২ বছরের রিমো সাহা সাঁতরে ইংলিশ চ্যানেল (English Channel) জয় করলেন। বাঙালি এই সাঁতারু বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়েই তিনি লক্ষ্যপূরণ করলেন। তাঁর এই সাফল্যকে কুর্ণিশ জানিয়েছেন রাজ্যবাসী। এর আগে নর্থ চ্যানেল পার করেছিলেন তিনি। মনের জোর আর দৃঢ়সংকল্প থাকলে যে সবই সম্ভব সেটাই তিনি প্রমাণ করে দেখালেন। রিমোর সঙ্গেই উত্তর-পূর্বাঞ্চলের এলিভিস আলি হাজারিকা টু ওয়ে ইংলিশ চ্যানেল পারাপার করেছেন বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ ও অসম থেকে এই দুই সাঁতারুর সাফল্যে খুশি দেশবাসী।

কবে ইংলিশ চ্যানেল (English Channel) অভিযানে নামেন তিনি?

নতুন ইংলিশ চ্যানেল জয়ী রিমো সাহার আগে ১৯৯৭ সালে উত্তর ২৪ পরগনার বাসিন্দা মাসুদুর রহমান বৈদ্য এশিয়ার প্রথম বিশেষভাবে সক্ষম সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল (English Channel) জয় করেছিলেন। পরে, জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, রিমো ইংলিশ চ্যানেল পার করেছিলেন আগেই। এ বার তাঁর অভিযানের লক্ষ্য ছিল ইংলিশ চ্যানেল পেরিয়ে আবার ফিরে আসা। সাঁতারের পরিভাষায় যাকে বলে ‘টু ওয়ে’। এ জন্য গত ৮ জুলাই রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন অসম, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, তেলঙ্গানা এবং মহারাষ্ট্রের পাঁচজন সাঁতারুও। ইংল্যান্ডে পৌঁছে তাঁরা অনুশীলন করেন। প্রথমে সেখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য। এর পর, মঙ্গলবার রিমো-সহ বাকি পাঁচ সাঁতারু মিলে রিলে পদ্ধতিতে ইংলিশ চ্যানেলে নামেন। মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৮টায় শুরু হয় অভিযান। বুধবার দুপুর সাড়ে ৩টেয় তাঁরা অভিযান সফল করেন।

কী বললেন ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু (English Channel)?

ইংলিশ চ্যানেল (English Channel) জয়ী সাঁতারু রিমো সাহা বলেন, সাঁতারের সময় আবহাওয়া ছিল প্রতিকূল। ছিল ঝোড়ো হাওয়া এবং প্রচণ্ড স্রোত ছিল। সেই সঙ্গে জলে প্রচুর জেলিফিশও ছিল। সেই সব প্রতিকূলতা দূর করে সাফল্য পাওয়ায় খুব ভালো লাগছে তাঁর।

কী বললেন প্রতিবেশীরা?

রিমোর এই সাফল্যে খুশি হাওড়ার সালকিয়ায় তাঁর প্রতিবেশী ও আত্মীয়রাও। প্রতিবেশীর বক্তব্য, রিমোর জন্য আমাদের গর্ব হচ্ছে। পরিবার সূত্রে জানা গিয়েছে রিমো ফিরে এলে বড়ো করে সাফল্য উদযাপন করা হবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share