Heat Wave: রাজ্য জুড়ে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা! বর্ষা ঢুকছে কবে?

Heatwave days may be higher than usual West Bengal during April June

মাধ্যম নিউজ ডেস্ক: অস্বস্তির গরমে (Heat Wave) নাজেহাল বঙ্গবাসী। চাতক পাখির মতোই বৃষ্টির অপেক্ষা করছে সারা রাজ্য। বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাল হাওয়া অফিস। তবে এখনই রেহাই মিলবে না গরম থেকে, তাও জানিয়ে রেখেছেন আলিপুর আবহাওয়া অফিসের কর্তারা। তাঁরা জানিয়েছেন, রবিবার পর্যন্ত রাজ্যে জারি থাকছে তাপপ্রবাহ। তবে গরম শুষ্ক হবে না। জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বেশি হওয়ায় আর্দ্রতাজনিত গরম বাড়বে। এক কথায় ঘাম বেশি হবে। প্রসঙ্গত, জুন মাসের প্রথম সপ্তাহেই বর্ষা ঢোকে কেরলে। তারপর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু জলীয় বাষ্প নিয়ে বাংলায় প্রবেশ করে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কেরলে।

কেরলে কবে ঢুকবে বর্ষা?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কেরল হয়ে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকবে। প্রসঙ্গত, আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর কারণে বর্ষা ঢুকতে দেরি হয় কেরলে। কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জলীয় বাষ্প টেনে নিচ্ছিল এই ঘূর্ণাবর্ত। বর্ষার অনুকূল পরিবেশ তাই তৈরি হচ্ছিল না। তবে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কেরল-সহ দক্ষিণ ভারতের কিছু রাজ্যে এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, মেঘালয় ও অসমে। কেরলে বর্ষা ঢোকার পরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তর পূর্ব দিকে ধাবিত হয়, তা ধাক্কা খায় হিমালয়ে। এই কারণে রাজ্যে বর্ষার বৃষ্টি শুরু হয় উত্তরবঙ্গ থেকে। তবে বর্ষা আসতে বেশ খানিকটা দেরি রয়েছে বলেই জানাচ্ছেন হাওয়া অফিসের অধিকর্তা। 

বঙ্গে আপাতত চলবে তাপপ্রবাহ (Heat Wave)

দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুক্রবার ও শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে এই জেলাগুলিতে। রবিবারেও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ থাকবে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু অংশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে।

আরও পড়ুন: কয়লা পাচার মামলায় আজ ইডি দফতরে রুজিরার হাজিরা! যাচ্ছেন কি?

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share