Amit Shah: “পরাজয়ে অহংকারী, এমন ব্যক্তি ভারতের রাজনীতিতে প্রথমবার এসেছেন”, রাহুলকে কটাক্ষ শাহের

Untitled_design_(4)

মাধ্যম নিউজ ডেস্ক: “এমন লোক আমি প্রথমবার দেখলাম, যিনি পরাজয়ের পর অহংকারী হয়ে ওঠেন।” একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাহুল গান্ধীকে নিয়ে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “জয়-পরাজয়ের একাধিক কারণ থাকে। একাধিক এমন জিনিস থাকে যা নির্বাচনে প্রভাব ফেলে। কিছু ভ্রান্তি এমন থাকে যা প্রভাবিত করে দেয়। এর নির্ণয় ফাইভ স্টার হোটেলে করা যায় না। গ্রামে গ্রামে ধূলো খেয়ে বেড়াতে হয়।”

ইভিএম নিয়ে রাহুলকে তোপ (Amit Shah)

শাহ (Amit Shah) বলেন, “যখন নির্বাচনের ময়দানে যাই, জয়ের বিশ্বাসের সঙ্গে যাই, নইলে বিরোধী আসনে বসতে হবে। লোকসভা নির্বাচনে ইভিএমে ভোট হয়েছিল। রাহুল গান্ধী মনে করেন যে যেখানে জিতেছেন সেখানে ইভিএম ঠিক ছিল। ঝাড়খণ্ডে জিতেছেন, ইভিএম ঠিক ছিল। হরিয়ানা এবং মহারাষ্ট্রে হেরেছেন, তখনই ইএভিএম খারাপ হয়ে গিয়েছে। আসলে নির্বাচন কমিশন তিনদিন প্রেজেন্টেশন দিয়ে তারপর ভোটে যায়। যাতে কোনও রকম সমস্যা তৈরি না হয়। অহংকারী জোটের তরফ থেকে কেউ যায়নি। তাদের কাজ শুধুমাত্র অভিযোগ করা। এই ভ্রান্তি তারা ছড়িয়ে বেড়ান যে আমরা সংবিধান বদলে দেব।” স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “সমস্ত লোক এদের জোটের সবাই বড় বড় নেতাদের ছেলে। কখনও বুথে কাজ করেনি। শেষ ঘন্টায় পোলিং-এর সার্কুলারের নিয়ম টিএন সেশনের সময় থেকে চলে আসছে। তাদের পোলিং এজেন্টও ভেতরে থাকে। তারা কোনও কমপ্লেন করেছেন কি”?

আরও পড়ুন: “বৈচিত্র্যের ভারতে বিভেদের বিষ ছড়াচ্ছে কেউ কেউ”, সংসদে তোপ প্রধানমন্ত্রীর

ভোটার তালিকায় নাম বাদ নিয়ে কংগ্রেসের অভিযোগের জবাব

নির্বাচনে জোরদার লড়াই যেখানে যেখানে হয়েছে, সেখানে ভোটার লিস্ট থেকে নাম কাটিয়ে দেওয়ার কংগ্রেসের অভিযোগ প্রসঙ্গে শাহ (Amit Shah) বলেন, “কোনও ব্যক্তির নাম সরানোর জন্য নির্বাচন কমিশনের পদ্ধতি রয়েছে। কমিশনের তরফ থেকে ১১ দিনের নোটিশ দেওয়া হয় যে আপনার নাম সরানো হচ্ছে। যদি আপনার কোনও আপত্তি থাকে বা কোনও বক্তব্য থাকে, তাহলে এই নম্বরে তথ্য জমা করুন। এই প্রক্রিয়া এতটা সহজ নয়।”

রাহুলকে তোপ

লোকসভা নির্বাচনের ফলের পর কংগ্রেসের দৃষ্টিভঙ্গির ওপর অমিত শাহ (Amit Shah) বলেন, “২০১৪, ২০১৯ এবং ২০২৪-এর সব মিলিয়ে যতগুলি আসন কংগ্রেস পেয়েছে আমরা ২০২৪ এ শুধুমাত্র একটা নির্বাচনেই তার চেয়ে বেশি আসন পেয়েছি।” এরপর রাহুলকে (Rahul Gandhi) কটাক্ষ করে শাহ হলেন, “আমি দেখেছি যে পরাজয়ে নিরাশ হওয়া উচিত নয় এবং বিজয়ে অহংকারী হওয়া উচিত নয়। কিন্তু প্রথমবার এমন দেখছি যে এমন লোক, যিনি পরাজয়ের পরে অহংকারী হচ্ছেন। এবং এমন ব্যক্তি ভারতের রাজনীতিতে প্রথমবার এসেছেন।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share