Iskcon: রামকৃষ্ণ-বিবেকানন্দ সম্পর্কে বিতর্কিত মন্তব্য! প্রকাশ্যে ক্ষমা চাইলেন অমোঘ লীলা প্রভু

Iskcon

মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ইস্কনের (Iskcon) সন্ন্যাসী অমোঘ লীলা প্রভু। এই ঘটনার জেরে এক মাসের জন্য তাঁকে নির্বাসিত করে ইস্কন। এবার প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা গেল ইস্কনের সন্ন্যাসী অমোঘ লীলা প্রভুকে। একটি ভিডিও বার্তা প্রকাশ করে তাঁর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন। প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দের ধূমপানের অভ্যাস কিংবা মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেন অমোঘ লীলা প্রভু। রামকৃষ্ণ পরমহংসদেবের যতমত তত পথ নিয়েও কটাক্ষ করেন অমোঘ লীলা প্রভু। এই ভিডিও সামনে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। 

কী বললেন অমোঘ লীলা প্রভু?

শনিবারই অমোঘ লীলা প্রভুর ভিডিও বার্তা (Iskcon) সামনে আসে। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘‘শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে আমি যা মন্তব্য করেছিলাম, তার জন্য সকলের কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি। তাঁদের মাংস ভক্ষণ কিংবা ধূমপানের অভ্যাস নিয়ে যাই বলে থাকি না কেন, তা মন থেকে কাউকে আঘাত করার জন্য বলিনি। আমার বাণীর মাধ্যমে কারও বিশ্বাস কিংবা ভাবাবেগে আঘাত করার মানসিকতা ছিল না।’’ তাঁর আরও সংযোজন, ‘‘কেউ হয়তো দর্শকাসন থেকে আমায় এই প্রশ্ন করেছিলেন, তাই আমি ওই কথাগুলি বলেছিলাম। কাউকে আঘাত করতে চাইনি। এর জন্য অন্তর থেকে ক্ষমাপ্রার্থী।’’

একমাস নিষিদ্ধ অমোঘ লীলা প্রভু

রামকৃষ্ণ-বিবেকানন্দ সম্পর্কে তাঁর মন্তব্যের কারণে ইস্কন (Iskcon) নিষিদ্ধ করে অমোঘ লীলা প্রভুকে। ইস্কনের (Iskcon) তরফ থেকে তাঁকে গোবর্ধন পাহাড়ে একমাস থেকে কৃষ্ণনাম জপ করতে বলা হয়েছে। এই সময় তিনি কারও সঙ্গে দেখা করতে পারবেন না, শুধু ফলমূল খেয়েই কাটাতে হবে। কিন্তু নিষিদ্ধ ঘোষণা হওয়ার পরও কী ভাবে দ্বারকা ইস্কনের প্রধানের ভিডিও প্রকাশ্যে এল? উত্তর দেন ইস্কন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তিনি বলেন, ‘‘উনি নির্বাসিতই রয়েছেন। আগামী এক মাস তিনি প্রকাশ্যে আসতে পারবেন না। ইস্কন থেকে তাঁকে ব্যান করা হয়েছে। তবে বহু মানুষ ব্যক্তিগত ভাবে তাঁকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে বলেছেন। আমাদের কাছেও এই দাবি এসেছে। তাই আমি ওঁকে অনুরোধ করি। সেইমতো উনি আমায় ব্যক্তিগতভাবে এই ভিডিয়ো রেকর্ড করে পাঠিয়েছেন। উনি নিজে কোনও সোশ্যাল মিডিয়ায় এটি পোস্ট করেননি বা প্রকাশ্যে আসেননি। আমায় পাঠানোর পর আমি বিষয়টি সকলকে পাঠাই।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share