Indian Army: লাদাখে খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, মৃত ৯ জওয়ান, গুরুতর আহত ১

army

মাধ্যম নিউজ ডেস্ক: লাদাখে মর্মান্তিক দুর্ঘটনা! ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) গাড়ি পড়ল রাস্তার ধারে গভীর খাদে। এই দুর্ঘটনায় ৯ জন সেনা জওয়ানের (Indian Army) মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। লে থেকে ২৫০ কিলোমিটার দূরে কেয়ারি নামক একটি স্থানে শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। গন্তব্যস্থলের ঠিক ৭ কিলোমিটার আগে পিচ্ছিল রাস্তা থেকে কনভয়ের একটি গাড়ি খাদে পড়ে যায় বলে সেনা (Indian Army) সূত্রে খবর। মোট ১০ জন জওয়ান ছিলেন ওই গাড়িতে, তার মধ্যে ৯ জনেরই মৃত্যু হয় এবং একজন গুরুতর জখম হন বলে জানা গিয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে ছটা থেকে ছটার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী।

শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রীর দফতরের ট্যুইটে লেখা হয়, ‘‘গভীরভাবে দুঃখপ্রকাশ করছি ৯ সেনা জওয়ানের (Indian Army) মৃত্যুতে। আহতের দ্রুত আরোগ্য কামনা করি।’’

শোকপ্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, ‘‘মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করছি। নিহতদের (Indian Army) পরিবারের পাশে গোটা দেশ রয়েছে’’

 

শোকপ্রকাশ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর

এদিন ট্যুইটে কেন্দ্রীয় প্রতিরক্ষমন্ত্রী লেখেন, ‘‘গভীরভাব সমবেদনা জানাচ্ছি নিহত জওয়ানদের (Indian Army) পরিবারবর্গকে। দেশের কাজে তাঁদের অবদান স্মরণীয়।’’

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share