Assam: অসমে মৌলবাদীদের হামলার শিকার হিন্দু পরিবার, বিক্ষোভে সামিল হাজারেরও বেশি গ্রামবাসী

Assam Hindu family attacked by extremist in Morigaon

মাধ্যম নিউজ ডেস্ক: অসমে (Assam) এক হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে সে রাজ্যের গরুমারা দলনি গ্রামে। জানা গিয়েছে, এই গ্রামটি গুয়াহাটি শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং তা ময়ং পুলিশ স্টেশনের অন্তর্ভুক্ত। ইতিমধ্যে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হাজার হাজার গ্রামবাসী পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন গতকাল ১২ ফেব্রুয়ারি। তাঁরা দাবি জানান যে যারা এই ঘটনার অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করতে হবে। অর্গানাইজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ঝামেলার সূত্রপাত গত ৯ ফেব্রুয়ারি। যেখানে একটি গোষ্ঠী জোর করে এক হিন্দু পরিবারের মাঠের ঘাস কেটে নিতে থাকে।

বিক্ষোভ গ্রামবাসীদের (Assam)

এর পরেই ওই হিন্দু পরিবার (Assam) প্রতিবাদ জানালে আরও বড় সংখ্যায় গোষ্ঠী জড়ো হয় এবং তারা ওই পরিবারের ওপর হামলা চালায়। জানা যায়, ওই পরিবারের পাঁচজনকেই ব্যাপকভাবে আহত করা হয়। যাঁদের মধ্যে মহিলা এবং শিশুরাও ছিল। এর পরবর্তীকালে আহতদের গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। আহত ওই পরিবার ময়ং পুলিশ থানাতে অভিযোগপত্র দায়ের করেছে বলে জানা গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। সে রাজ্যের পুলিশ প্রশাসনের এমন গড়িমসিভাব গ্রামবাসীদের মধ্যে প্রবল বিক্ষোভ তৈরি করেছে। গ্রামবাসীদের বিক্ষোভ সামলাতে আসে বিরাট পুলিশ বাহিনী।

কী জানালেন পুলিশ কর্তা

অসমের (Assam) উচ্চপদস্থ এক পুলিশ অফিসার সংবাদ মাধ্যমকে বলেন যে আমরা জনতাকে আশ্বস্ত করছি যে বা যারা অভিযুক্ত তাদেরকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে এবং এই ঘটনার তদন্ত চলছে। প্রসঙ্গত, এই ঘটনা নতুন বা প্রথম কিছু নয়। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে অসমে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সৌজন্যে খবরের শিরোনামেও এসেছে ওই ঘটনাগুলি। ঐদিন হিন্দু জনতা যে বিক্ষোভ দেখায়, সেখানে তারা স্লোগান তোলে যে যদি কঠিন শাস্তি না দেওয়া হয় দোষীদের, তাহলে (Assam) এই ধরনের ঘটনা বেড়েই চলবে এবং এর পরেও কোনও না কোনও পরিবার আবার আক্রান্ত হবে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share