মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। দেশে তারও আগে রয়েছে একটি মেগা ইভেন্ট। সেটি হল অযোধ্যায় (Ayodhya) রামমন্দির (Ram Temple) উদ্বোধন। জানুয়ারি মাসে মকর সংক্রান্তির পরে পরেই উদ্বোধন হওয়ার কথা ওই মন্দিরের। তার পরেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দ্বার। সেই কারণেই সম্প্রতি মন্দিরের কাজ হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। এতদিন কাজ চলছিল ঢিমেতালে। তবে যেহেতু মন্দির কর্তৃপক্ষ চাইছেন জানুয়ারির তৃতীয় সপ্তাহেই মন্দিরের দ্বারোদ্ঘাটন করতে, তাই কাজ চলছে দ্রুত লয়ে।
বাড়ল কর্মীর সংখ্যা
আগে মন্দিরে নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন ৫৫০ জন কর্মী। সেটা বাড়ানো হয়েছে প্রায় তিনগুণ। বর্তমানে কাজ করছেন ১ হাজার ৬০০ জন। বাড়ানো হয়েছে কাজের সময়ও। আগে কাজ হত দিনে ১৮ ঘণ্টা করে। বর্তমানে কাজ হচ্ছে ২৪ ঘণ্টাই। জানা গিয়েছে, মন্দিরের (Ram Temple) গর্ভগৃহের মেঝের কাজ খানিক বাকি রয়েছে। সম্পূর্ণ হয়নি ইলেকট্রিকের কাজও। তাই দ্রুত লয়ে চলছে কাজ। এই গর্ভগৃহেই প্রতিষ্ঠিত হবে ভগবান রামের মূর্তি।
কী বললেন প্রজেক্ট ম্যানেজার?
রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রজেক্ট ম্যানেজার জগদীশ আফালে বলেন, এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হল ডিসেম্বরের মধ্যে মন্দিরের গ্রাউন্ড ফ্লোরের কাজ শেষ করা। মূর্তির প্রাণ প্রতিষ্ঠার জন্যই এটা দ্রুত শেষ করতে হবে। ফার্স্ট ফ্লোরের কাজও ১ জুলাই শুরু হয়েছে। এটাও জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। মন্দিরের উদ্বোধন হয়ে গেলে তা খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য। তবে আগামী বছরের মার্চ মাসের আগে দর্শনার্থীদের (Ram Temple) যেতে দেওয়া হবে না ফার্স্ট ফ্লোরে। কারণ মার্চের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে ওই ফ্লোরের।
আরও পড়ুুন: “পঞ্চায়েত নির্বাচন প্রহসন”, কটাক্ষ শুভেন্দুর, দিলেন ‘প্রমাণ’ও
তারপরেই সেখানে যেতে দেওয়া হবে দর্শনার্থীদের। প্রজেক্ট ম্যানেজার জানান, মন্দির চত্বরের বাইরে যে দেওয়াল তৈরির পরিকল্পনা রয়েছে, বৃষ্টির কারণে তা বিঘ্নিত হচ্ছে। কিন্তু ভিতরের কাজ চলছে যথারীতি। ২৪ ঘণ্টা কাজ হওয়ায় নির্মাণে গতিও এসেছে। ইঞ্জিনিয়ার, সুপারভাইজিং স্টাফ সহ সব মিলিয়ে প্রায় ১২০০ জন কাজ করছেন। জানা গিয়েছে, সূর্যাস্তের পরে খোদাই সম্পর্কিত (Ram Temple) সব কাজ বন্ধ থাকছে। তবে বাকি কাজ চলছে বিরামহীনভাবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply