মাধ্যম নিউজ ডেস্ক: জামাত-বিএনপির বিক্ষোভের মুখে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। তার পর থেকই অরাজকতা চলছে বাংলাদেশে (Bangladesh)। মৌলবাদীদের তাণ্ডবে ভাঙা হয় বাংলাদেশের জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি। এরপর ১৫ অগাস্ট বঙ্গবন্ধুর (Sheikh Mujibar Rahman) প্রয়াণ দিবসে ছুটিও বাতিল করে বাংলাদেশ সরকার। তবে এখানেই শেষ নয়। বাংলাদেশ শেখ মুজিবকে মুছে ফেলতে এবার আরও বড় পদক্ষেপ করতে চলেছে ইউনূস সরকার। বাংলাদেশের নোট থেকে বাদ যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি।
কী বলছে ‘প্রথম আলো’র প্রতিবেদন
সেদেশের সংবাদ সংস্থা ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুসারে, ‘‘বাংলাদেশের (Bangladesh) টাকা থেকে বাদ দেওয়া হচ্ছে শেখ মুজিবর রহমানের ছবি। তার পরিবর্তে জুলাই বিপ্লবের গ্রাফিটি স্থান পাবে নোটে। ইতিমধ্যেই মহম্মদ ইউনূসের সরকার বাংলাদেশ ব্যাঙ্ককে অনুমোদন দিয়েছে। আগামী ছয় মাসের মধ্যেই নতুন নোট ছাপা হয়ে যাবে বলে জানা গিয়েছে।’’ জানা গিয়েছে, আপাতত ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট থেকে সরছে বঙ্গবন্ধুর ছবি। ইতিমধ্যে টাকা ছাপানোর কাজও শুরু হয়ে গিয়েছে জানিয়েছে ইউনূস সরকার। প্রথম ধাপ সম্পূর্ণ হলে দ্বিতীয় ধাপে বাকি নোটেও এই বদল আনা হবে বলে জানিয়েছে ইউনূস সরকার। কয়েন থেকেও বাদ যাবে বঙ্গবন্ধুর (Sheikh Mujibar Rahman) ছবি।
সেপ্টেম্বর থেকে শুরু হয় প্রক্রিয়া
প্রসঙ্গত, বাংলাদেশে (Bangladesh) ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট রয়েছে। ২ টাকা থেকে ১০০০ টাকার সমস্ত নোটেই ছবি থাকত বঙ্গবন্ধুর। কয়েনেও খোদাই করা থাকত মুজিবরের ছবি। জানা গিয়েছে, গত অগাস্ট মাসের পর থেকেই বাংলাদেশের টাঁকশাল বেশিরভাগ নোট ছাপানো আপাতত বন্ধ রেখেছে। জানা গিয়েছে, গত সেপ্টেম্বর থেকেই বাংলাদেশের (Bangladesh) টাকার নকশা পাল্টানোর কাজ শুরু করে দিয়েছে ইউনুস সরকার। সূত্রের খবর, সেদেশে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের অর্থ মন্ত্রকের তরফে একটি চিঠি যায় ব্যাঙ্কগুলির কাছে। সেই সময়ই এই নয়া নোট ছাপানোর বার্তা দেওয়া হয়।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
Leave a Reply