Bangladesh: রাস্তায় আইসিসের পতাকা নিয়ে উল্লাস মিছিল! বাংলাদেশ কি ইসলামিক স্টেটে পরিণত হচ্ছে?

Bangladesh_(7)

মাধ্যম নিউজ ডেস্ক: হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশে (Bangladesh) আক্রমণের মুখে হিন্দুরা। লাগাতার চলছে অত্যাচার। বাড়িঘর, দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভাঙা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান। এমনটাই অভিযোগ। এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুকে। এখানেই শেষ নয়। এবার অস্ত্র নিয়ে প্রকাশ্যে হুমকি মৌলবাদীদের। ইসকনের নাম নিলে গলা নামিয়ে দেওয়া হবে— এমনটাই হুমকি দেওয়া হচ্ছে। উড়ল আইসিসের (ISIS) পতাকা। যা নিয়ে বাংলার দুই পারে জোর চর্চা শুরু হয়েছে। কারণ, এই ধরনের ঘটনা প্রমাণ করছে বাংলাদেশ ক্রমশও ইসলামিক স্টেটে পরিণত হতে যাচ্ছে। এই ঘটনা তা প্রমাণ করে দিল।

ঠিক কী ঘটনা ঘটেছে? (Bangladesh)

এতদিন ইউনূস সরকারের (Bangladesh) পিছন থেকে কলকাঠি নাড়ছিল জামাতে-ইসলামি মতো মৌলবাদী শক্তিরা। এবার যতদিন দিন যাচ্ছে সরকারের আসল চেহারা সামনে আসতে শুরু করেছে। এতদিন মুখোশের আড়ালে সবকিছু করলেও এখন ধীরে ধীরে দাঁত, নখ বের হতে শুরু করেছে। হাসিনার আমলে নিষিদ্ধ থাকা জঙ্গি সংগঠনই এখন নতুন করে মাথা চাড়া দেওয়া শুরু করেছে। যা বাংলাদেশে সংখ্যালঘুদের কাছে চরম আতঙ্কের। জানা গিয়েছে, বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জে উড়ল আইসিসের পতাকা। নামাজের পরে এক হিন্দু ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই মুহূর্তে আইসিস (ISIS)-র পতাকা নিয়ে মিছিল করে মৌলবাদীরা। প্রকাশ্যে ইসলামিক স্টেটের (আইএস) পতাকা নিয়ে উল্লাস করতে দেখা গেল তাদের। প্রকাশ্যে অস্ত্র নিয়ে হুমকি, রাস্তায় উড়ল ইসলামিক স্টেটের পতাকা। নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের পতাকা নিয়ে উল্লাস করতে দেখা গেল বাংলাদেশি মৌলবাদীদের।

আরও পড়ুন: দক্ষিণ ভারতে ধেয়ে আসছে ‘ফেনজল’, ল্যান্ডফল বিকেলেই, কলকাতায় মেঘলা আকাশ

কারা করল এই মিছিল?

বাংলাদেশের (Bangladesh) রাস্তায় কালেমা সহ আইসিসের পতাকা ওড়ানোর ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, এই মিছিল করেছিল নিষিদ্ধ হওয়া জঙ্গি সংগঠন হিজবুত তাহেরি। শেখ হাসিনার সরকারের সময়কালে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। হাসিনা সরকারের পতনের পরই ফের সক্রিয় তারা। আইসিসের পতাকা নিয়ে মিছিল করতে দেখা গেল তাদের। তহবিল জোগাড় করতেও দেখা গিয়েছে। প্রসঙ্গত, আওয়ামি লিগ সরকারের পতনের পরই, বর্তমান অন্তর্বর্তী সরকার এই নিষিদ্ধ সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এই হিজবুত তাহেরির নেতা মাহফুজ আলম বর্তমান বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টাও বটে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share