Bangladesh Polls 2025: জামায়েতের সঙ্গে এনসিপির জোট! একাধিক বিক্ষুদ্ধ নেতার রোষ প্রকাশ্যে

bangladesh polls 2025 news ncps alliance with jamaat several disgruntled leaders express their anger

মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh Polls 2025) নির্বাচনের আগে এনসিপির সঙ্গে জামায়েত ইসলামীর আসনে সমোঝতা এবং আসন ভাগাভাগি জোট চূড়ান্ত হয়েছে। উল্লেখ্য গত ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে প্রতিবাদী ছাত্র জনতার বিরাট ভূমিকা ছিল। জামায়েত (Jamaat-E-Islami-NCP) এবং এনসিপির চুক্তির মাঝেই ২০২৬ সালের সাধারণ নির্বাচনে দুই দলের নীতিগত কিছু বিষয়ে আবার মতান্তরও দেখা দিয়েছে। নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতি এখন চরম উত্তেজনায়।

৩০০ টি সংসদীয় আসনে জোট (Bangladesh Polls 2025)

বাংলাদেশের সংবাদ মাধ্যম ডেইলি স্টারের একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ২০২৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতারিত করার পর এটি প্রধান প্রথম সাধারণ নির্বাচন (Bangladesh Polls 2025)। এই নির্বাচনকে পাখির চোখ করে বাংলাদেশ জামায়েত ইসলাম বিশেষ ভাবে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে। তবে এই দলের মধ্যে আটটি দলের জোট রয়েছে। যার মধ্যে রয়েছে, কর্নেল আলি আহমেদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি। নাহিদ ইসলামের নেতৃত্বে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি সাংবাদিক সম্মলেন করে জামায়েত ইসলামীর আমির শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা করে জানিয়েছেন। তিনি বলেন, “৩০০ টি সংসদীয় আসনের জন্য প্রার্থী নির্বাচনের কাজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাকি প্রক্রিয়া সুষ্ঠ ভাবে চূড়ান্ত করার কাজ করা হবে।” আবার অনুষ্ঠানে এনসিপি নেতাদের অনুপস্থিতি সম্পর্কে রহমান বলেন, “এনসিপির (Jamaat-E-Islami-NCP) তরফে তারা তাদের দলের কথা আমাদের স্পষ্ট ভাবে জানিয়েছে। নিজেরা নিজেদের সিদ্ধান্ত সংবাদ মাধ্যমে দ্রুত জানিয়ে দেবেন।”

জামায়েত ইসলামি নির্ভরযোগ্য মিত্র নয়

তবে জামাতের এই ঘোষণা ন্যাশনাল সিটিজেট পার্টির ভেতরে গভীর বিভাজনের কথাও উঠে এসেছে। ২০২৪ সালের জুলাই মাসে প্রথমে কোটা বিরোধী আন্দোলন এবং এরপর দফা এক দাবি এক হাসিনার পদত্যাগে এই এনসিপি ছাত্র নেতাদের বিরাট ভূমিকা ছিল। ফলে জামাতের সঙ্গে কিসের ভিত্তিত্বে জোট? কোন রাজনৈতিক স্বার্থকে ঠিক রাখতে রাজনৈতিক লড়াইতে জোটের (Bangladesh Polls 2025) ইঙ্গিত? এই সব একাধিক প্রশ্নের কারণে এনসিপির নেতাদের মধ্যে তীব্র ক্ষোভের প্রকাশ লক্ষ করা গিয়েছে।

এনসিপির একজন বিশিষ্ট নেত্রী তাসনিম ঘোষণা করেছেন, দলের মনোনয়ন প্রত্যাখান করবেন। আসন্ন নির্বাচনে স্বতন্ত্র ভাবে প্রতিদ্বন্দ্বী হবেন। তিনি বলেন, “আমার ইচ্ছে ছিল আমি একটি রাজনৈতিক দলের মাধ্যমে সংসদে প্রবেশ করবো। বর্তমান বাস্তবতার কারণে আমি কোনও নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” আরেক সিনিয়র এনসিপি নেতা সামন্ত শারমিন জোটের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “বাংলাদেশ জামায়েত ইসলামি নির্ভরযোগ্য মিত্র নয়। আমি বিশ্বাস করি যে জামায়েতে ইসলামির রাজনৈতিক অবস্থান এবং আদর্শের বিবেচনায়, যেকোন সহযোগিতা এবং সমঝোতায় প্রবেশ করলে এনসিপিকে চরম মূল্য দিতে হবে। রাষ্ট্রের মূল নীতি এবং দৃষ্টিভঙ্গী জামায়েতের চিন্তার ভাবনার সম্পূর্ণ বিপরীত। এনসিপি (Jamaat-E-Islami-NCP) ন্যায়বিচার, সংস্কার, এবং একটি গণপরিষদের নির্বাচনকে ঘিরে গঠিত দল। তাই ভালো করে ভাবার সময় এসেছে।”

আরেক মুখ তারেখ রহমান

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন (Bangladesh Polls 2025)। তবে এই নির্বাচনে আওয়ামি লিগকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামি লীগ নিষিদ্ধ রয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে।

অপর দিকে বাংলাদেশ রাজনৈতিক পরিবর্তনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বলেছিলেন, “১৭ বছর পর নিজের দেশে ফিরে দেশকে একটি উন্নত এবং নিরাপদ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন আমরা আমাদের বুকে রাখি। গত বৃহস্পতিবার দিন ছিল আমার কাছে চিরস্মরণীয় দিন। আমাকে যে ভাবে আমার দেশবাসীরা অভ্যর্থনা জানিয়েছেন তার জন্য আমি সকলের কাছে ঋণী। দেশের জন্য একটি উজ্জ্বল রোডম্যাপ নিয়ে আমি ফিরে এসেছি। আমি ভবিষ্যতের পরিকল্পনায় কাজ করবো। এটা আমার কাছে কেবল স্বপ্ন নয়, এমন একটি দেশ যেখানে শান্তি, মর্যাদাকে বিকশিত করবে মাত্র।”

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share