Bangladesh: বাংলাদেশকে ভাগ করে পৃথক হিন্দুদেশ গড়ার দাবি ভারতের প্রাক্তন সেনা প্রধানের

Untitled_design(1039)

মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) ক্রমাগত অত্যাচার চলছে হিন্দুদের ওপর। সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দিরে প্রতিমা ভাঙচুর, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ছবি প্রায় দিনই দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের হিন্দুদের জন্য হিন্দুদেশ তৈরির দাবি জানালেন প্রাক্তন সেনা কর্তা জেনারেল জিডি বক্সী (General GD Bakshi)। এ নিয়ে তিনি এক্স হ্যান্ডলে পোস্টও করেছেন। নিজের পোস্টে হিন্দুদেশের অঞ্চল কতটা হবে তাও উল্লেখ করেছেন তিনি। প্রসঙ্গত, বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারে ভারত সরকারের পাশাপাশি ব্রিটেন এবং আমেরিকাও যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছে। এবার বাংলাদেশের হিন্দুদের একমাত্র সমাধান হিসেবে হিন্দুদেশ তৈরির দাবি জানালেন জেনারেল জিডি বক্সী। তিনি যে বাংলাদেশের (Bangladesh) মানচিত্রের ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তর অংশকে হিন্দুদেশ হিসেবে উল্লেখ করা রয়েছে। মূলত রংপুর এবং দিনাজপুর নিয়েই আলাদা দেশ তৈরির দাবি জানিয়েছেন জিডি বক্সী।

এক্স হ্যান্ডলে কী লিখলেন জিডি বক্সী

এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি (General GD Bakshi) লেখেন, “মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীনে বাংলাদেশ উগ্র জেহাদি দেশে পরিণত হয়েছে। গণহত্যা করে ওরা সংখ্যালঘু হিন্দুদের তাড়াতে চাইছে এবং যুদ্ধের জন্য মুখিয়ে রয়েছে। ১৯৭১ সালে ৩৮০০-রও বেশি ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনার জওয়ান প্রাণ দিয়েছিলেন খুনি পাক সেনার হাত থেকে এই দেশকে স্বাধীনতা দিতে আত্মবলিদান দিয়েছিলেন। কতটা অকৃতজ্ঞ হতে পারে…যদি ওরা হিন্দু সংখ্যালঘুদের এভাবেই শেষ করতে চায়, তবে এটাই সম্ভাব্য উপায়”

হিন্দুদের ওপর বেলাগাম অত্যাচার চলছেই বাংলাদেশে

গত বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর রাতে চট্টগ্রাম (Bangladesh) বিভাগের খাগড়াছড়ি সদর উপজেলার নিজের বাড়িতে চুমকিরানি দাস নামে এক হিন্দু মহিলাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। তাঁর ছেলের নাম প্রান্ত দাস। তিনি খাগড়াছড়ির সনাতন জাগরণ মঞ্চের অন্যতম আহ্বায়ক। তাঁকেও খুব মারধর করা হয়। প্রথমে দুষ্কৃতীরা ঘরে ঢুকে মাথায় আঘাত করে চুমকিকে। এরপর একে একে শরীর থেকে গয়না খুলে নেওয়া হয়। গলায় থাকা তুলিসীর মালা পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়। ঘরের টাকা পয়সা লুট করে নেওয়া হয়। আরও জানা গিয়েছে, তিনি সনাতন জাগরণ মঞ্চের সদস্য হিসেবে হিন্দু অস্তিত্ব রক্ষার দাবি তুলেছিলেন। তিনি বাংলাদেশে (Bangladesh) হিন্দু ধর্ম এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে রাস্তায়ও নেমেছিলেন। তবে হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার করার পর থেকেই প্রতিবাদীদের নানা ভাবে টার্গেট করা হচ্ছে। এবার শিকার হলেন চুমকি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share