Barasat: আগুনে ভস্মীভূত উচ্চ মাধ্যমিকে সফল রাজেশ দাসের রেল বস্তির ঠিকানা

Barasat_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার বারাসাতের (Barasat) বয়েজ হাইস্কুল থেকে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল রাজেশ দাস। অদম্য জেদ এবং দারিদ্রতাকে দূরে সরিয়ে আজ উচ্চমাধ্যমিকে সফল হয়েছে রেল বস্তির যুবক রাজেশ। বাণিজ্য বিভাগে ৮৭ শতাংশ নম্বর পেয়েছে সে। তার মোট প্রাপ্ত নম্বর ৪৩৮। নিজের স্কুলে বাণিজ্য বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে রাজেশ। কিন্তু পরীক্ষায় সাফল্য এলেও তার কাছে পরিবারের দারিদ্র এখন প্রধান বাধা।

বারাসাতে (Barasat) কীভাবে পড়াশুনা করত রাজেশ

ছোটবেলায় মাকে হারিয়েছে রাজেশ। সেই থেকে সংগ্রাম শুরু। বাবার ছায়াতেই বড় হয়ে ওঠা তার। বাবা সহদেব দাস রাজেশের একমাত্র প্রেরণা। পাড়ায় পাড়ায় কসমেটিক্সের জিনিস ফেরি করে তার পিতা। সামান্য আয়ে, কোনও রকমে সংসার চলে দু’জনের পরিবার। তাই, নুন আনতে পান্তা ফুরানোর সংসারে ছেলের পড়াশোনার খরচ জোগাড় করা যথেষ্টই কষ্টসাধ্য। তবে কষ্ট হলেও নিজের সাধ্যমতো চেষ্টা করে চলেছে (Barasat) পিতা।

পড়াশুনার (Barasat) লড়াই কতটা কঠিন

ভালো ফলাফল করেও মন ভালো নেই রাজেশের। কারণ, চারদিন আগেই শিয়ালদা-বনগাঁ শাখার হৃদয়পুর (Barasat) স্টেশনের পাশে রেল ঝুপড়িতে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত রাজেশের পরিবার। চোখের সামনে নিমেষে পুড়ে ছাই হতে দেখেছে ছোট্ট সংসার। কোনক্রমে ঘর থেকে বেরিয়ে বাবা-ছেলে জীবন বাঁচাতে পারলেও, আগুনের গ্রাস থেকে রক্ষা করতে পারেনি জিনিসপত্র। নষ্ট হয়ে গিয়েছে রাজেশের যাবতীয় বই এবং উচ্চমাধ্যমিকের গুরুত্বপূর্ণ নথিপত্রও। উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড, এমনকি পরনের জামা কাপড় আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। একেই সামনে কলেজের ভর্তি আর সেক্ষেত্রে লাগবে এডমিট কার্ড। তাই কীভাবে সে কলেজে ভর্তি হবে, এখন সেই দুশ্চিন্তা তাকে ভাবাচ্ছে। আপাতত রেল লাইনের পাশেই এক অস্থায়ী ঠিকানায় ঠাঁই হয়েছে দু’জনের।

বাবার আবেদন

এই প্রসঙ্গেই পিতা সহদেব দাস বলেন, “আগুনে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। এই কষ্টের মধ্যেও ছেলে উচ্চমাধ্যমিকে (Barasat) ভালো ফলাফল করেছে, এটাই সবচেয়ে আনন্দের। আমার সামর্থ্য নেই যে ওকে আর্থিক সহযোগিতা করব। তাই প্রশাসনের কাছে আবেদন, আমার ছেলের ভবিষ্যৎ গড়তে সাহায্যের হাত বাড়িয়ে দিলে খুব উপকার হবে।”

রাজেশের স্বপ্ন

এদিকে, নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের মুখে হাসি ফোটানোই যে তার একমাত্র লক্ষ্য, তা স্পষ্ট জানিয়েছে রাজেশ দাস। সে বলেছে, অনেক পরিশ্রম করে সমস্ত কিছু তৈরি করেছিলাম। কিন্তু, সবকিছু শেষ হয়ে গিয়েছে আগুনে। শিক্ষিত হয়ে পরিবারের পাশে দাঁড়াতে চাই। প্রশাসন (Barasat) এই আবেদনে কতটা সাড়া দেয়, তাই এখন দেখার।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share