মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়েছে ভবা পাগলা মেলা। পূর্ব বর্ধমানের কালনায় (Kalna) গঙ্গার ঘাট লাগোয়া ভবা পাগলার মন্দিরে ঐতিহ্যবাহী মেলা শুরু হয়েছে। মেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের জমায়েত হয়। নদীয়া জেলার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ভবা পাগলার মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে থাকেন। কালনায় যেতে নদীয়া জেলার ভবা পাগলা ভক্তদের একমাত্র যাতায়াতের ভরসা গঙ্গার ফেরিঘাট। জলপথে ভক্তদের যাতে কোন বিপদ না হয়, তার জন্য এই বছর প্রশাসন বিশেষভাবে তৎপর।
মেলায় প্রশাসন তৎপর কেন?
২০১৮ সালে ভবা পাগলা মেলার (Kalna) প্রথম দিনে ভয়াবহ নৌকা ডুবির ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ৫০ জন। মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছিল প্রশাসনের গাফিলতির কারণে। ভক্তরা নৌকা ডুবির ঘটনায় গঙ্গায় তলিয়ে যান। প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজ চালিয়ে প্রায় ৪০ জনের দেহ উদ্ধার হয়। তবে স্থানীয়দের অনুমান সেদিনের নৌকা দুর্ঘটনায় প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছিল। দুর্ঘটনার পরে প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন স্থানীয় মানুষ। সেই সময় হাজার হাজার ভক্তরা ট্রলারে করে গঙ্গা পার হলেও প্রশাসনের তরফ থেকে কোন বাড়তি নিরাপত্তা দেওয়া হয়নি। শুধু তাই নয়, দুর্ঘটনা ঘটার পর যে সমস্ত জরুরি পরিষেবা থাকে সেগুলোও কিছুই ছিল না বলে অভিযোগ উঠেছিল। এবার সেই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক হয়েছে জেলা প্রশাসন। যাতে ভবা পাগলা মেলাকে কেন্দ্র করে কোনরকম দুর্ঘটনা না ঘটে, সেজন্য আগাম একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
মেলার পরিদর্শনে প্রশাসন
এদিন ঘটনাস্থল পরিদর্শন করে রানাঘাট জেলা পুলিশ সুপার ডক্টর কে কান্নান বলেন, গঙ্গার দুই ফেরি ঘাটেই থাকবে সিসিটিভি ক্যামেরা। মেলার ভক্তদের ভিড় সামলানোর জন্য একাধিক ব্যারিকেড এর ব্যবস্থা করা হয়েছে এবছর। পাশাপাশি যাতে অ্যাড ভেসেলে অতিরিক্ত যাত্রী না উঠতে পারে, তার জন্য থাকবে পুলিশ মোতায়েন। অন্যদিকে ভাব পাগলা মেলার (Kalna) কারণে অতিরিক্ত একটি ভেসেলের ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply