Bhagwant Mann: বৈঠকে দুর্ব্যবহার! নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ, কৃষকরা চটে লাল ভগবন্ত মানের ওপর

Bhagwant Manns AAP govt and farmers conflict

মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কৃষকদের লাগাতার উস্কানি দিয়েছিল আম আদমি পার্টি (Bhagwant Mann)। কৃষকদের উস্কানি দিয়েই তাদের ক্ষমতায় আসা। এমনটাই বলেন অনেকে। সেই অতীতেরই নাটকীয় পরিবর্তন সামনে এসেছে। পাঞ্জাবের কৃষকরা আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধেই বিক্ষোভ দেখাচ্ছে। কৃষক নেতাদের এক বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিকে কেন্দ্র করেই এই সংঘাতের সূচনা হয়। আম আদমি পার্টির ভগবন্ত মান সরকারের বিরুদ্ধে বিগত কয়েকদিন ধরেই কৃষকদের সঙ্গে সংঘাত চলছে।

৩ মার্চ প্রথম সংঘাতের খবর সামনে আসে (AAP)

এই সংঘাতের খবর প্রথম সামনে আসে গত ৩ মার্চ, যেখানে কৃষক নেতাদের সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর (Bhagwant Mann) চন্ডীগড়ে একটি নিষ্ফল বৈঠক হয়। কৃষকরা অভিযোগ জানাতে থাকেন অত্যন্ত দুর্ব্যবহার করেছেন ভগবন্ত মান। ঠিক তার পরের দিন ৪ মার্চ তাঁর দুর্ব্যবহারের জন্য কোনও রকমের অনুশোচনা দেখা যায়নি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কণ্ঠে। কিন্তু তিনি সদর্পে ঘোষণা করেন, ‘‘হ্যাঁ আমি মিটিং ছেড়ে চলে যাই। আমরা তাঁদের সব দাবি মেনে নেব না। তাঁদেরকে আমরা ট্রাকের উপর বসে রাস্তা জ্যাম করতে দেব না। কারণ আমি তিন কোটি পাঞ্জাববাসীর অভিভাবক।’’ এরপরে ৫ মার্চ থেকে পাঞ্জাবের পুলিশ ঠিক ভগবন্ত মানের (Bhagwant Mann) হুমকিকেই বাস্তবায়িত করতে থাকে। জায়গায় জায়গায় চেক পয়েন্ট তৈরি করা হয়। রাজ্যের বিভিন্ন জায়গাতে কৃষকদেরকে আটকানো হয়।

কী বলছেন বিশেষজ্ঞরা

প্রসঙ্গত, বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিভিন্ন কারনে কৃষকরা চটে গিয়েছেন পাঞ্জাবের আপ সরকারের ওপর। এই নিয়ে কুলদীপ সিং যিনি গুরু নানকদেব বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি বলেন, ‘‘পাঞ্জাব সরকার মনে করছে যে কৃষক আন্দোলন স্থিমিত হয়ে গিয়েছে এবং যে ধরনের শক্তিশালী কৃষক সংগঠন ছিল, সেটা আর নেই। সেই কারণেই আপ সরকার গুরুত্ব দিচ্ছে না।’’ একইসঙ্গে কেউ কেউ বলছেন যে পাঞ্জাবের আপ সরকার মনে করছে যে কৃষকদেরকে সবসময় সন্তুষ্ট রাখা সম্ভব নয়। তাই তারা আর তোষণের পথে যাচ্ছে না। প্রসঙ্গত, বিগত ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ব্যাপক ভরাডুবি হয় পাঞ্জাবে (Bhagwant Mann) আম আদমি পার্টির। ১৩টির মধ্যে মাত্র তিনটি আসনে জয় লাভ করে তারা।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share