Reliance Board: রিলায়েন্সের বোর্ডে বড় বদল! সরলেন নীতা, এলেন অনন্ত, আকাশ ও ইশা আম্বানি

ambani_

মাধ্যম নিউজ ডেস্ক: পরিবর্তন হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Board)-এর বোর্ডে। নতুন দায়িত্বে নিয়ে আসা হয়েছে আকাশ আম্বানি, অনন্ত আম্বানি এবং ইশা আম্বানিকে। অন্যদিকে সরে দাঁড়িয়েছেন নীতা আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-র (Reliance Board) বোর্ড অফ ডিরেক্টর্স-এর বৈঠক ছিল এ দিন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক চাঁদকে, রাজধানী হোক শিবশক্তি, দাবি হিন্দু মহাসভার নেতার

মুকেশ আম্বানির দুই পুত্র ও এক কন্যা এলেন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পদে

শক্তি থেকে প্রযুক্তি, টেলিকম-কোনও কিছুই বাদ নেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Board) আওতায়। সেই বোর্ডে এবার যোগ দিলেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির দুই পুত্র এবং এক কন্যা। জানা গিয়েছে, মুকেশকন্যা ইশা ও পুত্র আকাশ এবং অনন্তকে এই বোর্ডে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রাখা হয়েছে।  আকাশের পদোন্নতি অবশ্য গত বছর থেকেই শুরু হয়েছে। কারণ ২০২২ সালেই রিলায়েন্স জিও (Reliance Board) ইনফোকম লিমিটেড-এ আকাশ আম্বানিকে চেয়ারম্যান নিয়োগ করেছিলেন মুকেশ আম্বানি।

আগামী মাসেই চালু হচ্ছে জিও-র এয়ার ফাইবার 

অন্যদিকে আগামী মাসেই চালু হচ্ছে জিও এয়ার ফাইবার (Jio Air Fiber)। জানা গিয়েছে এই জিও ফাইবারের সাহায্যে মিলবে ওয়্যারলেস প্রযুক্তিতে উন্নত মানের নেট। আগামী ১৯ সেপ্টেম্বর, গণেশ চতুর্খীর দিন এটি চালু হবে বলে জানা গিয়েছে। এদিনই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি একথা জানিয়েছেন। ৫জি নেটওয়ার্কের এই পরিষেবা বাড়ি এবং অফিসে ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবা হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ কোনওরকম তারের সংযোগ আর বাড়িতে বা কর্মস্থলে নিতে হবে না, অফিসেও লাগাতে হবে না। মুকেশ আম্বানি জানিয়েছেন, জিও-র এয়ার ফাইবারের (Reliance Board) জন্য প্রতিদিন এক লক্ষ পঞ্চাশ হাজার করে নতুন কানেকশন দেওয়া হবে। পাশাপাশি রিলায়েন্সের মালিক জানিয়েছেন যে জিও হল নতুন ভারতের ডিজিটাল রূপান্তরের অন্যতম প্রতীক। তাই জিওর জন্য এক লক্ষ কোটি টাকার বিনিয়োগের লক্ষ্য রয়েছে তাঁদের।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share