Biplab Deb: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বাড়িতে লুঠপাট, আগুন, কারা লাগাল জানেন?

biplab

মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরার (Tripura) প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির  (BJP) বিপ্লব দেবের (Biplab Deb) বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। আগুন লাগানোর আগে লুঠপাট চালানো হয় বাড়িটিতে। করা হয় ভাঙচুর। মঙ্গলবার ঘটনাটি ঘটে ত্রিপুরার উদয়পুরে, বিপ্লব দেবের পৈত্রিক ভিটেতে। বিজেপির অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। সূত্রের খবর, দুষ্কৃতীরা সংখ্যালঘু সম্প্রদায়ের।

বিজেপির অভিযোগ…

ত্রিপুরা বিজেপির অভিযোগ, বিপ্লব দেবের পৈত্রিক বাড়িতে মঙ্গলবার রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ফি বছর বিপ্লব দেবের এই পৈত্রিক ভিটেতে তাঁর বাবা হিরুধন দেবের স্মৃতিতে একটি বিশেষ অনুষ্ঠান হয়। বুধবার সেই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল স্বয়ং বিপ্লব দেবের। তার আগেই এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, দুষ্কৃতীরা যখন বিপ্লব দেবের (Biplab Deb) বাড়িতে হামলা চালায়, তখন সেখানে কেউ ছিলেন না। তাই ঘটেনি হতাহতের কোনও ঘটনা। তবে ওই সময় কয়েকজন পুরোহিত যাচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেই সময় দুষ্কৃতীরা ওই পুরোহিতদের মারধর করে বলে অভিযোগ। তাঁদের যানবাহন ভেঙে দেওয়া হয়।

তাঁদের আর্ত চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। তার আগেই অবশ্য চম্পট দেয় দুষ্কৃতীরা। যাওয়ার আগে তারা স্থানীয়দের কয়েকটি দোকানও ভাঙচুর করে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী। পৌঁছান পুলিশের এসডিপিও নিরুপমা দেববর্মা এবং অতিরিক্ত পুলিশ সুপার দেবাঞ্জন রায়। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে বিপ্লব দেবকে (Biplab Deb) দেওয়া হয় সংগঠনের কাজ। বিজেপির তরফে তাঁকে করা হয় হরিয়ানার পর্যবেক্ষক। গত বছর মে মাসে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন বিপ্লব দেব। তাঁর জায়গায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী হন মানিক সাহা। সেই বিপ্লবের বাড়িতেই এদিন তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।

আরও পড়ুুন: ‘‘সিএএ তো হবেই, পশ্চিমবঙ্গে এনআরসি-ও চাই’’, সুকান্তর বালুরঘাটে বললেন শুভেন্দু

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share