PM Modi: ‘ইন্ডিয়া’র বৈঠকের আগেই মোক্ষম চাল বিজেপির, প্রধানমন্ত্রী হাজির ‘টার্মিনেটর’-এর ভূমিকায়

modi_f

মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। মহারণ। ইতিমধ্যেই আস্তিন গোটাতে শুরু করেছে শাসক-বিরোধী দু’পক্ষই। আজ, বৃহস্পতিবার মুম্বইয়ে বৈঠকে বসছে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডিয়া’। লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে যে জোটের জন্ম, বুধ-সন্ধ্যায় তাকেই মোক্ষম চালটি দিল গেরুয়া শিবির।

পোস্টার প্রকাশ বিজেপির

এদিন একটি পোস্টার প্রকাশ করা হয় বিজেপির তরফে। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) উপস্থাপন করা হয়েছে টার্মিনেটরের ভূমিকায়। হলিউড সিনেমা ‘টার্মিনেটরে’র প্রধান চরিত্র আর্নল্ড সোয়ার্ৎজেনেগার অভিনীত সাইবর্গ রূপে উপস্থাপন করা হয়েছে প্রধানমন্ত্রীকে। আগ্নেয়াস্ত্রের বদলে তাঁর হাতে ধরা হয়েছে পদ্মফুল। পোস্টারে লেখা, “নরেন্দ্র মোদি, দ্য টার্মিনেটর।” তার ওপরে আরও বড় বড় হরফে লেখা, “২০২৪, আই উইল বি ব্যাক”। যার অর্থ, “আমি ফিরব আবার।” ‘টার্মিনেটর মোদি’র এই ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে লেখা, “বিরোধীরা ভাবছে, প্রধানমন্ত্রীকে হারানো সম্ভব। দিবাস্বপ্ন দেখতে থাকুন। টার্মিনেটরই বরাবর জয়ী হয়।”

বিজেপির বার্তা

রাজনৈতিক মহলের মতে, বিরোধীরা যখন রণকৌশল স্থির করতে জড়ো হয়েছেন বাণিজ্য নগরীতে, তখনই তাঁদের বার্তা দিয়ে দেওয়া হল বিজেপির তরফে। ‘ইন্ডিয়া’র এই সলতে পাকানোর পর্ব শুরু হয়েছিল জুন মাসে, বিহারের পাটনায়। পরে বৈঠক হয়েছে বেঙ্গালুরুতেও। জোটের তৃতীয় বৈঠকটি হচ্ছে আরব সাগরের তীরে।

সূত্রের খবর, এই বৈঠকে শরিক দলগুলির মধ্যে কীভাবে সমন্বয় সাধন করা যায়, তা দেখতে তৈরি করা হবে নীতি নির্ধারণ কমিটি। বিজেপি সরকারের (PM Modi) বিরুদ্ধে প্রচারের হাতিয়ার কী হবে এবং ইভিএমের পরিবর্তে ব্যালটে ভোটের দাবি নিয়েও হতে পারে আলোচনা।

আরও পড়ুুন: ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে নিলামে চড়িয়েছেন’, কেন বললেন সুকান্ত?

‘ইন্ডিয়া’র দু দিনের বৈঠক শেষ হওয়ার পরে মহারাষ্ট্রেই হবে এনডিএর বৈঠক। ওই বৈঠকে লোকসভার ৪৮টি আসন নিয়ে হবে পর্যালোচনা বৈঠক। এদিনই একনাথ শিন্ডের বাড়িতে প্রথম দফার বৈঠক হবে। উপস্থিত থাকবেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, অজিত পাওয়ার এবং অন্যরা।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 
 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share