Bomb Blast: হাড়োয়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত এক, জেলা জুড়ে শোরগোল

Bomb_Blast_(3)

মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। রবিবারই বাসন্তীতে গুলিবিদ্ধ হয়ে এক তৃণমূল কর্মী খুন হয়েছেন। রবিবার রাতেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হন। এবার বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে (Bomb Blast) মৃত্যু হল একজনের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়। মৃতের নাম পরিতোষ মণ্ডল। ঘটনায় আরও একজন জখম হয়েছে। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঠিক কী ঘটনা ঘটেছে?

হাড়োয়ার শালিপুর এলাকায় রবিবার রাতে বোমা তৈরির কাজ করছিল দুজন। সেই সময় আচমকাই বিস্ফোরণ (Bomb Blast) ঘটে। তাতে গুরুতর আহত দুজনই। বিস্ফোরণে উড়ে যায় একজনের হাতের অংশ। দেহের অন্যান্য অংশেও ঢুকে যায় বোমার স্প্লিন্টার। আর তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। অন্য একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। বোমা বাঁধার সময় আরও কে কে উপস্থিত ছিল, কিংবা বিস্ফোরণে আরও কেউ আহত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। কে কা বা কারা ওই দুষ্কৃতীদের বোমা বাঁধার বরাত দিয়েছিল, সেব্যাপারে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।

ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ

প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, বোমা বাঁধার ঘটনায় মৃত এবং জখম ব্যক্তির নামে এর আগে কোনও অভিযোগ দায়ের হয়নি পুলিশে। এই আবহে পঞ্চায়েত ভোটের সময় অশান্তি ছড়াতেই এই বোমা বাঁধা হচ্ছিল বলে প্রাথমিক অনুমান। এদিকে এই বোমা বাঁধার কাজে যুক্ত নিহত ও জখম ব্যক্তি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তা এখনও জানা যায়নি। তড়িঘড়ি ঘটনার তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেন তদন্তকারীরা। এর আগে মুর্শিদাবাদের বেলডাঙায় এক তৃণমূল কর্মীর বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে (Bomb Blast) মৃত্যু হয়। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে একজন যুবক বোমা ফেটে জখম হয়। ফলে, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share