Registry Marriage: আঙুলের ছাপ দিতে বর-কনেদের কলকাতায় তলব, দুর্ভোগে বাড়ছে ক্ষোভ

Registry_Marriage

মাধ্যম নিউজ ডেস্ক: অনলাইনে রেজিস্ট্রি বিয়ে (Registry Marriage) করতে গিয়ে ফাঁপড়ে পড়ছেন নবদম্পতিরা। ঘরে বসে সুবিধা লাভের আশায় পরিবারের লোকজন যে উদ্যোগ নিচ্ছেন, তা কার্যকরী করতে গিয়ে  নবদম্পতির কালঘাম ছুটছে। অনলাইনে রেজিস্ট্রি বিয়ে নিয়ে জেলায় জেলায় ক্ষোভ বাড়ছে।

আঙুলের ছাপ দিতে কলকাতায় দৌড়তে হচ্ছে নবদম্পতিদের (Registry Marriage)

অনলাইনে রেজিস্ট্রি বিয়ে (Registry Marriage) চালু হয়েছিল ২০১৯ সালে। চলতি বছরের ১ নভেম্বর নতুন নির্দেশিকা জারি করে ‘রেজিস্ট্রার জেনারেল অফ ম্যারেজেস’-এর দফতর। বিয়ে নথিভুক্ত করতে গেলে পাত্র-পাত্রীর আঙুলের ছাপ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অভিযোগ, অনেক ক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার পরেও রেজিস্ট্রির দিন দেখা যাচ্ছে যে, আঙুলের ছাপ মিলছে না। ফলে ওই দিন রেজিস্ট্রি বিয়ে নাকচ হয়ে যাচ্ছে। রাজ্যজুড়ে এই সমস্যা দেখা দিয়েছে। অনলাইনে রেজিস্ট্রি বিয়ে করতে গিয়ে নাকাল হতে হচ্ছে অনেককেই। যাঁদের আঙুলের ছাপ মিলছে না তাঁদের ম্যারেজ রেজিস্ট্রি আধিকারিকের সঙ্গে দেখা করতে জেলা থেকে ডেকে পাঠানো হচ্ছে কলকাতায়। আচমকা কলকাতা যাওয়ার ডাক পেয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। এরই মধ্যে ১৪ ডিসেম্বর রাজ্যের ‘রেজিস্ট্রার জেনারেল অফ ম্যারেজেস’ বিভিন্ন জেলার ৩১ জন ম্যারেজ রেজিস্ট্রি আধিকারিককে নোটিস পাঠিয়েছেন। বলা হয়েছে, আঙুলের ছাপ মেলেনি এ রকম পাত্র-পাত্রীকে ২১ ডিসেম্বর কলকাতায় আরজিএম (রেজিস্ট্রার জেনারেল অফ ম্যারেজেস) অফিসে নির্দিষ্ট দিনে এসে আঙুলের ছাপ দিয়ে যেতে হবে। ওই তালিকায় পূর্ব মেদিনীপুরের পাশাপাশি উত্তরবঙ্গের কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা জেলার অনেকে রয়েছেন। পাশাপাশি পুরুলিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া জেলার লোকেদের ১৮-২০ ডিসেম্বর ডাকা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে এখনও দিন নির্ধারণ হয়নি।

কলকাতায় নবদম্পতিদের তলব নিয়ে কর্তৃপক্ষের কী সাফাই?

এ বিষয়ে ‘রেজিস্ট্রার জেনারেল অফ ম্যারেজেস’ দীপ্তার্ক বসু জানিয়েছেন, বিবাহ আইনে উল্লেখ রয়েছে, বাম আঙুলের ছাপ বাধ্যতামূলক। যেহেতু ৩০ জন অফিসারের কাছে কোনওভাবেই পাত্র-পাত্রীরা বাম আঙুলের ছাপ দিতে পারছিলেন না, তাই নির্দিষ্ট ভাবে শুধু তাঁদেরকেই কলকাতায় ডেকে পাঠানো হয়েছে। সরকারি আধিকারিকের সামনে তাঁরা অন্য আঙুলের ছাপ দিয়ে রেজিস্ট্রি বিয়ে (Registry Marriage) সম্পূর্ণ করতে পারেন। যদি তাঁদের অসুবিধে থাকে সে কথা আমাদের জানালে ভিডিও কনফারেন্স হতে পারে। বা উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী মাসের শিবির আয়োজন করে তা সমাধান করা যেতে পারে।

 

 দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share