মাধ্যম নিউজ ডেস্ক: বাহিনী ইস্যুতে আদালত অবমাননা করেছে কমিশন। এই মর্মে শুক্রবার শুভেন্দু অধিকারী ও মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেমের করা মামলার শুনানিতে কমিশনকে হলফনামা পেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী ২৭ জুন অর্থাৎ আগামী মঙ্গলবারের মধ্যে এই হলফনামা দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।
হলফনামায় কী কী জানাতে হবে কমিশনকে?
আদালতের (Calcutta High Court) নির্দেশ মতো হলফনামায় কমিশনকে জানাতে হবে, পঞ্চায়েত ভোটে কেন ২০ হাজারের বেশি মনোনয়ন প্রত্যাহার হল? ক্যানিং-১ ব্লকের ২৭৪টি আসনে একটি দলের প্রার্থী কীভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তারও উল্লেখ করতে হবে এই হলফনামায়। একইসঙ্গে মিনাখাঁর মইনুদ্দিন গাজী সৌদি আরব থেকে মনোনয়ন জমা দেন, কীভাবে বিদেশে থেকে প্রার্থীপদে তিনি মনোনয়ন দিলেন তারও উল্লেখ করতে হবে হলফনামায়। এছাড়া চারিদিকে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হিংসার রিপোর্টও জমা দিতে হবে।
হলফনামা দেখে সিদ্ধান্ত নেবে আদালত (Calcutta High Court)
সূত্রের খবর, হলফনামা দেখে তারপরেই হাইকোর্ট সিদ্ধান্ত নেবে এই বাহিনী মামলায় স্বাধীন পর্যবেক্ষক (অবসর প্রারপ্ত বিচারপতি) নিয়োগ করা হবে কি না। এছাড়া মামলাকারীরা ভোটগ্রহণ কেন্দ্রে ৪টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর আবেদনও করেছেন। তা নিয়েও উল্লখ থাকবে কমিশনের হলফনামায়।
ভোটের দফা বাড়ানোর পক্ষে সওয়াল কেন্দ্রের আইনজীবীর
পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়ানোর পক্ষে এদিন হাইকোর্টে সওয়াল করেন কেন্দ্রীয় সরকারের আইনজীবী, অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোককুমার চক্রবর্তী। শুক্রবার হাইকোর্টে মামলার শুনানির সময় তিনি বলেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশন যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী চেয়েছে সেটা দিতে কোনও অসুবিধা নেই। কিন্তু ২০১৩ সালে পাঁচ দফায় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। এবারও পঞ্চায়েত সেই একই মডেলে হলে ৮২ হাজার বাহিনী দিতে সমস্যা হবে না।’’
আরও পড়ুন: রাজ্যে ২২ কোম্পানি বাহিনী মোতায়েন! ধাপে ধাপে আসবে আরও
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours