মাধ্যম নিউজ ডেস্ক: ৯৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হল রাজ্যে। এঁদের মধ্যে টেটে (TET) পাশ করতে পারেননি কেউই তবুও প্রাথমিকের শিক্ষকতা করছিলেন তাঁরা। অযোগ্য এমন ৯৪ জন শিক্ষককে আগেই ছাঁটাই করা নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবার সেই নির্দেশ বাস্তবায়িত করার জন্য নোটিশ জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রসঙ্গত, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে বর্তমানে জেলে রয়েছেন।
চাকরি গেল ৯৪ শিক্ষকের
জানা গিয়েছে, ২০১৪ সালের প্রাথমিকের টেট (TET) পরীক্ষায় নিয়োগ হয় ২০১৬ সালে। সেই থেকে টানা ৭ বছর চাকরি করছিলেন অযোগ্য শিক্ষকরা। ৯৪ জন শিক্ষকের বিরুদ্ধে যাবতীয় তথ্য আদালতে পেশ করে সিবিআই। আদালত পরবর্তীকালে এই ৯৪ জন শিক্ষককে তাঁদের টেট পাশ করার সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ দেয়। তবে কোনও রকমের সার্টিফিকেট তাঁরা জমা দিতে পারেননি। তাই এই ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল হল। সত্যিই কি ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিলের ক্ষেত্রে তাদের দায়িত্ব এড়াতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ? এমনটাই প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলের। কারণ টেট (TET) পাশ না করার অভিযোগে যাঁরা চাকরি করছিলেন এতদিন, তাঁদের প্রত্যেককেই নিয়োগ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
৬ নভেম্বর থেকে আর স্কুলে আসতে পারবেন না শিক্ষকরা
জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের (TET) তরফ থেকে জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে এই চিঠিগুলি পাঠানো হয়েছে ইতিমধ্যে। জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক চেয়ারম্যান চিঠি প্রাপ্তির কথা স্বীকারও করেছেন। আগামীকাল সোমবার ৬ নভেম্বর থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানা গিয়েছে। ওই ৯৪ জন অযোগ্য শিক্ষক সোমবার থেকে আর স্কুলে আসতে পারবেন না। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের এ বিষয়ে কী ভূমিকা ছিল অথবা ৯৪ জন শিক্ষকের নিয়োগ বাতিলের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি কী মনে করছেন? এই নিয়ে কোন বিবৃতি এখনও পর্যন্ত সামনে আসেনি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply