CBSE: ফেব্রুয়ারিতেই সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা, প্রকাশিত দিনক্ষণ, রইল রুটিন

CBSE_Exam

মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এগজামিনেশন (সিবিএসই)-এর ২০২৫ সালের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি। বোর্ডের (CBSE) ঘোষণা অনুযায়ী, দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে পরের বছর ১৫ ফেব্রুয়ারি থেকে। দ্বাদশ শ্রেণির ১৭ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষার (Examination Date) সময়সূচিও জানিয়ে দেওয়া হয়েছে।

কতদিন চলবে পরীক্ষা? (CBSE)

বোর্ড সূত্রে জানা গিয়েছে, দশম শ্রেণির পরীক্ষা হবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ। বোর্ডের (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৪ এপ্রিল পর্যন্ত। সিবিএসই কর্তৃপক্ষ প্রকাশিত বিজ্ঞপ্তি জানাচ্ছে, প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা চলবে। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ইংরেজি দিয়ে। দ্বাদশের প্রথম পরীক্ষা শারীরশিক্ষার। সিবিএসই-র ওয়েবসাইটে গিয়ে পড়ুয়ারা পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি দেখতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। অন্যদিকে, প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হচ্ছে নতুন বছরের প্রথম দিন থেকেই। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে দশম শ্রেণির প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে। দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিকাল পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। এবারের প্র্যাক্টিকাল পরীক্ষা স্কুলে হলেও, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বাইরে থেকে পরীক্ষক বা পরিদর্শক আসবেন। তবে দশম শ্রেণির পরীক্ষা স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতেই হবে।

আরও পড়ুন: ‘‘পশ্চিমবঙ্গ চলছে কিং জং উনের শাসনের মতো’’, বেলডাঙাকাণ্ডে মমতাকে আক্রমণ গিরিরাজের

মেধা তালিকা নেই

বোর্ডের (CBSE) তরফে জানানো হয়েছে, এই প্রথম পরীক্ষার ৮৬ দিন আগেই দিনক্ষণ ঘোষণা করা হল। স্কুলগুলি সময়মতো পরীক্ষার্থীদের তথ্য জমা দেওয়ার কারণেই আগেভাগে দিনক্ষণ ঘোষণা করা সম্ভব হয়েছে। এতে পড়ুয়াদের প্রস্তুতি নিতেও সুবিধা হবে। সিবিএসই বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদের মেধা তালিকা এবং বিভাগ অনুযায়ী নম্বর প্রকাশ করবে না। গত কয়েক বছর ধরে মেধা তালিকা ঘোষণা করছে না বোর্ড। শিক্ষার্থীদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা’ এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছরও বোর্ড শিক্ষার্থীদের কোনও মেধাতালিকা ঘোষণা করবে না। ২০২৫-এ অংশগ্রহণকারী ছাত্রদের পরীক্ষায় পাশ করার জন্য ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। প্রার্থীদের অবশ্যই প্রতিটি বিষয়ে পৃথকভাবে পাশ মার্কস পেতে হবে। সেইসঙ্গে সামগ্রিকভাবে ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share