মাধ্যম নিউজ ডেস্ক: মোদি জমানায় মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ের বস্তারের মানুষজন স্বাধীনতার পরে প্রথমবার ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চলেছেন। দক্ষিণ ছত্তিশগড়ের (Chhattisgarh) সাতটি জেলা মাওবাদী উপদ্রত বলেই পরিচিত। এখানে ১২৬টি নতুন পোলিং বুথ তৈরি করা হয়েছে, যেখানে ৫৪ হাজার মানুষ ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এর আগে এই অঞ্চলের মানুষজনকে ১০ কিলোমিটার দূরে ভোট দিতে যেতে হতো বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বস্তারের ৩৫ হাজার মানুষ তাঁদের নিজেদের গ্রামের পোলিং স্টেশনে ভোট দিতে পারবেন। ১২৬টি পোলিং স্টেশনের মধ্যে এমন বুথের সংখ্যা রয়েছে ৮০টি।
বস্তারের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো হয়েছে বিগত বছরগুলিতে
বিগত বছরগুলিতে, বস্তারের (Chhattisgarh) নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। বস্তারের উপদ্রুত অঞ্চলের মানুষজনের স্বার্থে ৬৫টি নতুন পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। নকশালদের সঙ্গে সংঘর্ষে ১৭৫ জন নাগরিকের যেমন মৃত্যু হয়েছে তেমনি মাওবাদী খতম হয়েছে ১৯৭ জন। এর পাশাপাশি বস্তারের ১,৬৩০ জন মাওবাদী ইতিমধ্যে আত্মসমর্পণও করেছে বলে খবর পুলিশ সূত্রে।
কী বলছেন বস্তার রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল
বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল সুন্দর রাজ পি বলেন, ‘‘নতুন ১২৬টি পোলিং স্টেশন এই বার্তায় দিল যে ব্যালটের স্থান বুলেটের ওপরে।’’ এই ১২৬টির মধ্যে বেশিরভাগ পোলিং স্টেশনই যে একসময়ের মাওবাদীদের অধ্যুষিত অঞ্চলের (Chhattisgarh) ওপর তাও জানিয়েছেন সুন্দর রাজ পি। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী নভেম্বর মাসেই রয়েছে ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন। এই রাজ্যে দু' দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রথম দফায় কুড়িটি কেন্দ্রে ভোট হবে ৭ নভেম্বর। এর মধ্যে বারটি কেন্দ্র রয়েছে বস্তার অঞ্চলে। বস্তারের অন্যতম প্রত্যন্ত গ্রাম চন্দামেতা। যা মাওবাদীদের ঘাঁটি বলেই পরিচিত ছিল। এখানকার গ্রামবাসীরা নিরাপত্তা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছিলেন যে তাঁদের গ্রামে ভোট কেন্দ্র করতে। তাঁদের সেই দাবিও মানা হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours