Burdwan: ‘ক্লাবগুলিকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার পরও কাজ করছে না’, বেফাঁস মন্তব্য তৃণমূল মন্ত্রীর

Burdwan_(4)

মাধ্যম নিউজ ডেস্ক: বর্ধমান (Burdwan) নাট্য উৎসবে মন্ত্রীর বেফাঁস বক্তব্য। অস্বস্তিতে পড়েছে শাসক দল। ক্লাবগুলিকে টাকা দেওয়ার পর তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ক্লাবের সদস্যরা শাসকদলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বা মিটিং-মিছিলে ডাকলে আগের মতো সেভাবে হাজিরা দিচ্ছে না বলেই কি মন্ত্রী লোকসভা ভোটের আগে ক্লাবগুলিকে টাকা দেওয়ার বিষয়টি আরও একবার স্মরণ করিয়ে দিলেন? অন্তত এমনটাই মনে করছে বিরোধীরা।

ঠিক কী বলেছেন মন্ত্রী? (Burdwan)

বৃহস্পতিবার বর্ধমানে (Burdwan) সংস্কৃত লোকমঞ্চে শুরু হল নাট্য উৎসব ২০২৩। সূচনা করেন রাজ্যের প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। হাজির ছিলেন এলাকার বিধায়ক খোকন দাস, বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ও তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক। সূচনার পর মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে ক্লাবগুলির পরিকাঠামো উন্নয়ন, খেলাধূলা এবং সাংস্কৃতিক উন্নয়নের জন্য রাজ্য সরকার বছরে পাঁচ লক্ষ টাকা করে অনুদান দেয়। কিন্তু, বাস্তবে অনুদানের পাঁচ লক্ষ টাকা ব্যবহার হয় না সাংস্কৃতিক কাজে। বর্ধমান জেলায় ১০০টি ক্লাবকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। আমার এলাকায় ৭৫টি ক্লাবকে ৫ লক্ষ টাকা করে দিয়েছি। কেউ নাটক করে না। রবীন্দ্র সঙ্গীত করে না। আমার আক্ষেপ হয়। এই বিষয়টি প্রকাশ্যে না আনার জন্য সংবাদ মাধ্যমকে অনুরোধ করব। মূলত, মন্ত্রীর ইঙ্গিত, ক্লাবগুলি কাজ না করায় টাকা নষ্ট হচ্ছে।

ভোট কেনার জন্যই ক্লাবগুলিকে টাকা, সরব বিজেপি

বিজেপির পূর্ব বর্ধমান (Burdwan) জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, ভোটের আগে মনে করিয়ে দেওয়ার জন্য এই বক্তব্য। কারণ, ভোট কেনার রাজনীতির জন্য ক্লাবগুলিকে অর্থ দেওয়া হয়। সেটা হচ্ছে না বলেই মন্ত্রীর এখন আক্ষেপ হচ্ছে। ক্লাবগুলো যদি উন্নয়নের কাজে টাকাগুলো ব্যবহার না করে, তাহলে অডিট করান। আসলে ক্লাবগুলোর কোনও দোষ নেই। যে উদ্দেশ্যে নিয়ে টাকাগুলো দেওয়া হয়েছিল, সেই উদ্দেশ্যে সফল না হওয়াতে মন্ত্রীর জ্বলন ধরছে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share