Modi Mamata Meeting: ‘‘আমাদের কথা মন দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী’’, মোদিকে ধন্যবাদ মমতার

PM Modi Meets CM Mamata: ‘‘যদি কোনও ভুল হয়ে থাকে তবে আমাদের বলুন...’’, প্রধানমন্ত্রীকে কেন এ কথা বললেন মুখ্যমন্ত্রী?
modi-mamata-meet
modi-mamata-meet

মাধ্যম নিউজ ডেস্ক: বকেয়ার দাবি নিয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Modi Mamata Meeting)। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রী মন দিয়ে তাঁদের কথা শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন।

২০ মিনিটেই শেষ বৈঠক

এদিন সকাল ১১টা নাগাদ নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরে শুরু হয় বৈঠক (Modi Mamata Meeting)। মমতা ছাড়াও বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বাংলার শাসক দল তৃণমূলের ১১ জন সাংসদ। জানা গিয়েছে, প্রায় ২০ মিনিট স্থায়ী ছিল বৈঠক। এর পর সেখান থেকে বেরিয়ে বিজয় চকে সাংবাদিক বৈঠক করেন মমতা। 

মমতা জানান, বাংলার বকেয়ার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছি (Modi Mamata Meeting)। তিনি বলেন, “বৈঠকে জানিয়েছি যে কেন্দ্রের থেকে ৫৫টি দল গিয়েছিল বাংলায়। তাদের সবরকম ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু দিনের পর দিন টাকা আটকে রাখা হবে কেন?” এপ্রসঙ্গে মমতার সংযোজন, ‘‘আমি বলেছি, যদি কোনও ভুল হয়ে থাকে তবে আমাদের বলুন। এতবার কেন্দ্রীয় দল এসেছে, এত বার ব্যাখ্যা দিয়েছি। আবার দেব। কিন্তু গরিবদের টাকা আটকে রাখবেন না।’’

‘‘কথা মন দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী’’

মমতা জানান, প্রধানমন্ত্রী তাঁদের কথা মন দিয়ে শুনেছেন (Modi Mamata Meeting)। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী বিষয়টি মন দিয়ে শুনেছেন। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কেন্দ্র-রাজ্য যৌথ কমিটি গড়ার কথাও বলেছেন।’’ মমতার দাবি, সব শুনে প্রধানমন্ত্রী জানিয়েছেন বিভিন্ন খাতে বকেয়া পাওনার ব্যাপারে তাঁর অফিসারররা এবং রাজ্যের অফিসাররা যৌথ বৈঠক করবেন। যা ব্যাখ্যা চাওয়ার সেই বৈঠকে চাওয়া হবে। তার পর দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হবে। এর পরই মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’’

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles