মাধ্যম নিউজ ডেস্ক: ভোরবেলায় কখনও কোনও সিনেমা হলের সামনে গিয়েছেন? গেলে দেখতে পাবেন, গোটা চত্বর ফাঁকা। আশপাশের চায়ের দোকানে হয়তো জনাকয়েক লোকজনকে দেখতে পাবেন। তবে, বৃহস্পতিবার সাতসকালে নিউটাউনের একটি মাল্টিপ্লেক্সের সামনে যা দেখা গেল, তা অবাক হওয়ার মতোই ঘটনা। তখনও ভোরের আলো ফোটেনি। বৃষ্টি ভেজা শহরের রাস্তা প্রায় খালি। ঘড়ির কাঁটা বলছে সওয়া চারটে। বৃষ্টি পড়ছে। কিন্তু নিউটাউনের ওই মাল্টিপ্লেক্সের সামনে পৌঁছে দেখা গেল চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। হলের সামনে থিক থিক করছে ভিড়। তাঁদের মুখে একটাই স্লোগান- ‘শাহরুখ! শাহরুখ!' (Shah Rukh Khan)
The 5am morning show at Miraj cinema, Newtown kolkata.#JawanReviews pic.twitter.com/kdYRnCYO3y
— Sourav || সৌরভ (@Sourav_3294) September 7, 2023
"জওয়ান" ঘিরে প্রেক্ষাগৃহে ভক্তদের উন্মাদনা তুঙ্গে
৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দেশ জুড়ে মুক্তি পেল শাহরুখের নতুন ছবি ‘জওয়ান’। ‘জওয়ান’-এর অগ্রিম বুকিং শুরু হওয়ার পর থেকেই প্রথম কয়েক দিনের শো-এর টিকিট বিক্রি প্রায় শেষের দিকে। পরিসংখ্যানের দিক থেকে তা ‘পাঠান’ এর অগ্রিম টিকিট বিক্রিকেও ছাপিয়ে গিয়েছে। নিউটাউনের মিরাজ সিনেমা হল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোর ৫টায় ‘জওয়ান’-এর শোয়ের ব্যবস্থা করেছে। প্রথম দিনে এখনও পর্যন্ত কলকাতায় এই প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে। প্রেক্ষাগৃহে কান পাতা দায়। দর্শকদের চিৎকারে ভোরের প্রেক্ষাগৃহে তখন অন্য ছোঁয়া। ‘জিন্দা বান্দা’ গানে একাংশ আসন ছেড়ে উঠে পা মেলালেন। নয়নতারাকে দেখে যেমন হাততালি পড়ল, বিজয় সেতুপতিও সেখানে কোনও অংশে কম নন। দীপিকা পাড়ুকোনের এন্ট্রিতেও দর্শকরা একই রকম পাগলামো করলেন। বড় পর্দায় সিনেমার যে কোনও বিকল্প নেই, সেটাই প্রমাণ করল দর্শকদের বাঁধ ভাঙা আবেগ।
Crowds going crazy in movie halls
— Faridoon Shahryar (@iFaridoon) September 7, 2023
Verdict is out#Jawan is a blockbuster !! pic.twitter.com/TseIdSmn0O
সাতসকালে সিনেমা দেখতে আসা নিয়ে শাহরুখ (Shah Rukh khan) ভক্তরা কী বললেন?
‘পাঠান' মুক্তির পর আরও এক বার এই ভিড় প্রমাণ করল, শাহরুখের (Shah Rukh Khan) প্রতি শহর কলকাতার নিঃশর্ত ভালবাসা এবং সমর্থনকে। ছবি শুরুর আগে প্রেক্ষাগৃহের বাইরে দেখা গেল, দর্শকদের মধ্যে কারও চোখে ঘুমের রেশ কাটেনি। কেউ আবার আগেভাগে নিজের টিকিট দেখে নিতে ব্যস্ত। তবে সকলের মুখেই হাসির রেখা। সেটাই তো স্বাভাবিক। আগামী ২ ঘণ্টা ৪৫ মিনিট যে জগতে তাঁরা প্রবেশ করবেন, সেখানে তো শুধুই অনুরাগী এবং তাঁর আবেগের জয়গান। কলকাতায় ‘পাঠান’-এর প্রথম শো ছিল সকল ৬ টা ৪৫ মিনিটে। ভক্তের 'ঈশ্বর' দর্শনের সময় এ বার এগিয়ে এসেছে প্রায় ২ ঘণ্টা। গড়িয়া থেকে আসা এক অনুরাগী বললেন, “এটা কোনও সমস্যাই নয়। মাঝ রাতে শো থাকলে আরও ভাল হত। প্রয়োজনে সারা রাত এখানেই থাকতাম। কিন্তু শারুখকে সবার আগে পর্দায় দেখতে চাই।” হাওড়া থেকে আসা এক অনুরাগী জানালেন, প্রথম দিনেই তাঁর দু'বার ‘জওয়ান’ দেখার পরিকল্পনা রয়েছে। শুধু সাধারণ সিনেপ্রেমীরা নন, কাক ভোরে শাহরুখ দর্শনের সাক্ষী হতে প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন তারকাদের একাংশও।
#Jawaan First day First Show at Miraaj Newtown pic.twitter.com/vyviOsQ2Li
— Anuraag Dutta (@AnuraagDutta) September 7, 2023
ভক্তদের সঙ্গে রাত জাগলেন শাহরুখ খান (Shah Rukh Khan)
বৃহস্পতিবার ভক্তদের মতো রাত জাগলেন শাহরুখ খান। তিনি লিখলেন, "তোমাদের অনেক ভালবাসা। আশা করব তোমরা আনন্দ পাবে। সারা রাত জেগেছিলাম তোমাদের প্রেক্ষাগৃহে যেতে দেখব বলে।"
Love u boys and girls I hope u enjoy the entertainment. Kept awake to see u go to the theater. Big love and thanks https://t.co/WYOKRfqspG
— Shah Rukh Khan (@iamsrk) September 7, 2023
রায়গঞ্জ শহরে শাহরুখ ভক্তদের ভিড়
রায়গঞ্জ মাল্টিপ্লেক্সে এদিন সকাল থেকেই শাহরুখ (Shah Rukh Khan) ভক্তরা ভিড় করেন। জওয়ান সিনেমা দেখতে ভোর বেলায় রায়গঞ্জ শহর ছা়ড়াও আশপাশের গ্রাম থেকে ভক্তরা হলে ভিড় করেন। প্রথম শো-ই হাউস ফুল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours