Arjun Singh: “আমি বনি! কী করবি, কিচ্ছু করতে পারবি না!” বারাকপুরে পুলিশের সামনেই অর্জুনকে হুমকি

Arjun_Singh

মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চম দফা ভোটের দিন বারাকপুর লোকসভায় তৃণমূলের দাদাগিরির সাক্ষী থাকলেন বীজপুরবাসী। বিজেপি প্রার্থী অর্জুন সিংকে (Arjun Singh) পুলিশের সামনেই হুমকি দেন এক তৃণমূল কর্মী। প্রকাশ্যে বিজেপি প্রার্থীকে হুমকি দিলেও পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সোমবার সকালে বীজপুর বিধানসভার কাঁচরাপাড়ার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঠিক কী ঘটেছে? (Arjun Singh)

এদিন সকালে ভোট দিয়ে অর্জুন সিং (Arjun Singh) নিজের লোকসভার একাধিক বিধানসভা চষে বেড়ান। এদিন সকালে কাঁচরাপাড়া ভূতবাগান এলাকায় একটি বুথে কর্মীদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ আসে। একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বুথ জাম করার অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে সেখানে বিজেপি প্রার্থী অর্জুন সিং যান। তাঁকে দেখে তৃণমূলীরা গো ব্যাক স্লোগান দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। এরইমধ্যে বিজেপির এক মহিলা কর্মী অর্জুন সিংয়ের কাছে নালিশ জানিয়ে বলেন, “তৃণমূলের লোকজন আমার মাথা ফাটিয়ে দিয়েছে।” পরিস্থিতি এমন হয়, যে রাস্তার এক প্রান্তে অভিযুক্ত, আরেক প্রান্তে অর্জুন সিং। এক জন আরেক জনের দিকে তেড়ে যাচ্ছেন। তাঁদের আটকাচ্ছেন অনুগামীরা। এরপরই অর্জুন ক্ষোভ উগরে দিয়ে বলেন, তৃণমূল সন্ত্রাস করে ভোটে জয়ী হওয়ার চেষ্টা করছে। এসব করে কোনও লাভ হবে না। অভিযুক্তের সামনে দাঁড়িয়েই তিনি বলতে থাকেন, “আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। ভোট দিতে যাচ্ছিল মেয়েটাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। ও একটা ক্রিমিন্যাল। পরিচিত ক্রিমিন্যাল। আমাকে হমকি দিচ্ছে।” যে তৃণমূল কর্মীকে দেখিয়ে অর্জুন এই কথাগুলি বলছিলেন তিনি পাল্টা হুমকি দেন। তিনি বলতে থাকেন, “কোন মহিলাকে আমি মেরেছি বলুন। আমি ক্রিমিন্যাল? কে বলছে আমাকে ক্রিমিন্যাল? অর্জুন সিং আমার নাম বনি। আমি বনি। কী করবি? কিচ্ছু করতে পারবি না। বাড়াবাড়ি করিস না। একদম বাড়াবাড়ি করবি না।”

আরও পড়ুন: “হিন্দুদের ওপর আক্রমণ হলে বসে থাকতে পারি না”, মুখ্যমন্ত্রীকে বার্তা কার্তিক মহারাজের

কে এই বনি?

জানা গিয়েছে, কাঁচরাপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বনি। তাঁর পুরো নাম অভিজিৎ ভট্টাচার্য। তিনি স্থানীয় স্তরে নেতৃত্ব দেন। তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে, একজন বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীর (Arjun Singh) সঙ্গে তৃণমূল কর্মীর ওই আচরণে সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share