মাধ্যম নিউজ ডেস্ক: নাগপুরের কাউন্সিলার থেকে তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীশ। মাত্র ৫৪ বছরের জীবনে রাজনৈতিক চড়াই-উৎরাই পেরিয়ে চাণক্য-বুদ্ধিতে পথের নানান কাঁটা উপড়ে ফেলে ফের মুখ্যমন্ত্রীর পাগড়ি পরতে চলেছেন। তবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে, তিনি জোট একতার উপর জোর দিলেন। বুধবার বিধান পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পরেই দেবেন্দ্র বলেন, ‘‘এক হ্যায় তো সেফ হ্যায়।’’
মোদি হ্যায় তো মুমকিন হ্যায়
বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে ফড়ণবীশ বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় বলেন সমস্ত ধর্মগ্রন্থের চেয়ে ভারতের সংবিধানই সবথেকে গুরুত্বপূর্ণ তাঁর কাছে। ভোটের ফলাফলে আমি খুশি। আমার উপর এক নয়া দায়িত্ব কাঁধে চাপল। আবার একবার প্রমাণ হল, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।’’ উল্লেখ্য, এবার রাজ্যে ১৪৯টি আসনে লড়াই করে ১৩২টি আসনে জিতেছে বিজেপি। যা রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়াও তদারকি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা ৫৭টি এবং অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি ৪১ আসনে জয়ী হয়।
🕥 10.40am | 4-12-2024📍Vidhan Bhavan, Mumbai | स. १०.४० वा. | ४-१२-२०२४📍विधान भवन, मुंबई.
🪷 BJP Core Committee Meeting chaired by Hon Union Finance Minister Nirmala Sitharaman ji and Senior leader Vijaybhai Rupani ji
🪷 मा. केंद्रीय अर्थमंत्री निर्मला सीतारमणजी व ज्येष्ठ नेते… pic.twitter.com/EhDvn3I5oO— Devendra Fadnavis (@Dev_Fadnavis) December 4, 2024
এক হ্যায় তো সেফ হ্যায়
ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির সময় তাঁর বাবা গঙ্গাধররাও ফড়ণবীশকে জেলে পাঠিয়েছিল তৎকালীন কংগ্রেস সরকার। যা কিশোর দেবেন্দ্রর মনে তিক্ত ছাপ ফেলেছিল। নাগপুরের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম। ছাত্র বয়স থেকেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য হিসেবে তাঁর রাজনীতিতে হাতেখড়ি। সেই থেকে রাজনীতি করে ১৯৮৯ সালে মাত্র ২২ বছর বয়সে কনিষ্ঠতম কাউন্সিলর নির্বাচিত হন এবং মাত্র ২৭ বছর বয়সে নাগপুরের কনিষ্ঠতম মেয়র হন দেবেন্দ্র। ২০১৪ সালে রাজ্যের অষ্টাদশ মুখ্যমন্ত্রী হিসেবে গদিতে বসেন। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী কেবল একটা টেকনিক্যাল নাম। আসলে আমি, একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার একসঙ্গে জোট বেঁধে যে কোনও কাজ করব। সবার মত নিয়েই সিদ্ধান্ত গৃহীত হবে। এক থেকে মহারাষ্ট্রকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সরকার।’’
🕞 3.32pm | 04-12-2024📍Mumbai.
LIVE | Press Conference#Maharashtra #Mumbai https://t.co/zuwHasElpB
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) December 4, 2024
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
Leave a Reply