Indian Flag: অবাককাণ্ড! স্বাধীনতা দিবসে ৮০০ মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা, উন্মাদনা

Indian_Flag

মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসে ঘরে ঘরে জাতীয় পতাকা টাঙানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। মোদিজির ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত প্রায় ৯ কোটি দেশবাসী পতাকা উত্তোলন করে সেলফি আপলোড করেছেন। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে দেশ জুড়ে সব স্তরের মানুষই উজ্জীবিত। পাশাপাশি ৭৭ তম স্বাধীনতা দিবসের দিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বিশালাকার জাতীয় পতাকা (Indian Flag) নিয়ে পদযাত্রাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে।

জাতীয় পতাকার দৈর্ঘ্য কত? (Indian Flag)

৭৭ তম স্বাধীনতা দিবসের সকালে জিয়াগঞ্জ শহরে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা ৮০০ মিটার দীর্ঘ এক বিশাল জাতীয় পতাকা (Indian Flag) নিয়ে শহর পরিক্রমা করেন। বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা ও প্রতিষ্ঠানের পড়ুয়াদের হাত ধরে ৮০০ মিটারের এক বিশাল জাতীয় পতাকা নিয়ে এদিন এই পদযাত্রা করা হয়। এদিন দীর্ঘকায় পতাকা দেখতে রাস্তার দুধারে ভিড় উপচে পড়ে। ৮০০ মিটার দীর্ঘ পতাকা নিয়ে যাওয়ার জন্য প্রায় ১৫০০ জন ছিল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এতবড় পতাকা এর আগে কখনও দেখিনি।

কী বললেন উদ্যোক্তারা?

জিয়াগঞ্জের এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের এক কর্মকর্তা বলেন, ২০১৮ সালে ১৫ আগস্ট ৪০০ মিটার লম্বা জাতীয় পতাকা (Indian Flag) নিয়ে রাস্তা পরিক্রমা করা হয়েছিল। করোনার কারণে দুবছর বন্ধ ছিল। ২০২১ সালে সেই জাতীয় পতাকা ৫০০ মিটার লম্বা এবং ৯ মিটার চওড়া ছিল। ২০২২ সালে জাতীয় পতাকা বেড়ে ৭৫০ মিটার করা হয়। এবছর আরও ৫০ মিটার বৃদ্ধি পেয়ে ৮০০ মিটার দীর্ঘ পতাকা করা হয়। বিভিন্ন বয়সের দেড় হাজার পুরুষ, মহিলা এই জাতীয় পতাকা বহন করে গোটা জিয়াগঞ্জ শহর পরিক্রমা করা হয়েছে। এই পতাকাটি তৈরি করেছেন জিয়াগঞ্জ শহরের ফুলতলার দর্জি অজিত সেখ এবং তাঁর ছেলে রণি সেখ।

হাজারদুয়ারিকে আলোকসজ্জায় তেরঙ্গা রংয়ে রাঙিয়ে তোলা হয়

এছাড়াও ২০২২ সাল থেকে ১৫ ই আগস্টে ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেসকে জাতীয় পতাকার রংয়ের আলোকে সজ্জিত করা হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে হাজারদুয়ারিকে তেরঙ্গা রংয়ে রাঙিয়ে তোলা হয়। এবছর সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share