মাধ্যম নিউজ ডেস্ক: ছয় দফা নির্বাচন শেষ হয়েছে। ১ জুন সপ্তম দফা নির্বাচন শেষ হলেই সময় আসবে বুথ ফেরত সমীক্ষার (Exit Poll 2024)। ৪ জুন হবে গণনা। জানা যাবে দিল্লির মসনদে কে বসবে। ফল প্রকাশের আগে প্রকাশ্যে আসবে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট। একাধিক সংস্থার ভিন্ন ভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী জানা যাবে এক্সিট পোল। জেনে নিন কখন থেকে দেখা যাবে এই বুথ ফেরত সমীক্ষা?
বুথ ফেরত সমীক্ষার নির্ঘন্ট (Exit Poll 2024)
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ১ জুন সন্ধ্যা ৬:৩০ এর আগে কোনওভাবেই এক্সিট পোল প্রকাশ করা যাবে না। এই সময় পেরিয়ে গেলে বিভিন্ন চ্যানেলের পর্দায় ভেসে উঠবে বুথ ফেরত সমীক্ষা। ভারতে বিভিন্ন নিউজ চ্যানেল ও এক্সিট পোল সংস্থাগুলি যৌথভাবে সমীক্ষা চালিয়ে থাকে। আবার বেশ কিছু সমীক্ষক সংস্থা একাই সমীক্ষা চালায়। বিভিন্ন নিউজ চ্যানেল ছাড়াও সি ভোটার, সিএনএক্স, জন কী বাত, ইটিজি রিসার্চ, এক্সিস মাই ইন্ডিয়া, পোল স্টার্টের মত সংস্থাগুলি এবারও দর্শকদের জন্য তাঁদের সমীক্ষা (Exit Poll 2024) তুলে ধরবে।
বুথ ফেরত সমীক্ষা কী?
এক্সিট পোল এক ধরনের ওপিনিয়ন পোল। এই সমীক্ষায় মূলত ভোটারদের থেকে তাঁদের পছন্দের প্রার্থী এবং দল সম্পর্কে জানার চেষ্টা করা হয়। ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর পর ভোটারদের কাছ থেকে তাঁদের মতামত জানতে চাওয়া হয়। বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ভোটারদের মতামত বোঝার চেষ্টা করা হয়। ভোট দেওয়ার আগেও অনেক সময় ভোটারদের মন বোঝার চেষ্টা করা হয়। সব মিলিয়ে একটি সমীক্ষা রিপোর্ট তৈরি করা হয়। এই সমীক্ষার অন্তিম রিপোর্টকে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল (Exit Poll 2024) বলা হয়। এই সমীক্ষা গোটা বিশ্বে নির্বাচনী প্রক্রিয়ায় পূর্বাভাস হিসেবে ব্যবহার করা হয়। তবে সব সময় বুথ ফেরত সমীক্ষা পুরোপুরি মিলে যায় এমনটা নয়।
আরও পড়ুন: “বিজেপি কখনওই সংবিধানের প্রস্তাবনা বদলাবে না”, বললেন রাজনাথ
ঠিক যেমন ২০২১ সালের বিধানসভা নির্বাচন। সেবার বিজেপি ক্ষমতায় আসবে, এমনটা অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছিল। অন্যদিকে কেউ কেউ তৃণমূল ১৫০ এর কাছাকাছি থাকবে, এমনটাই দেখিয়েছিলেন। তবে অনেক ক্ষেত্রে এই সমীক্ষা মিলে যায়। ২০১৪ এবং ২০১৯ এর নির্বাচনে মোদি ক্ষমতায় আসবেন, এমনটাই বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছিল এবং মিলেও গিয়েছিল।
লোকসভা নির্বাচনের বৃত্তান্ত
এবার লোকসভা নির্বাচন শুরু হয়েছিল ১৯ এপ্রিল। তখন থেকে ৭ দফায় ১৮তম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফায় ১০২ টি আসনে ভোট গ্রহণ হয়। দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল ভোট গ্রহণ হয় ৮৯ টি আসনে। তৃতীয় দফায় ৭ মে ভোট গ্রহণ হয় ৯৪ টি আসনে। ১৩ মে চতুর্থ দফায় ভোট গ্রহণ হয় ৯৬ টি আসনে। পঞ্চম দফায় ২০ মে ভোট গ্রহণ হয় ৪৯ টি আসনে। ষষ্ঠ দফায় শনিবার ভোট গ্রহণ হয় ৫৭ টি আসনে। সপ্তম দফায় ভোটগ্রহণ হবে ৫৭ টি আসনে। সেদিন সন্ধায় প্রকাশিত হবে বুথ ফেরত সমিক্ষা (Exit Poll 2024)। ৪ জুন জানা যাবে ভারতের মসনদে কে বসবে। সেদিন সকাল আটটা থেকে শুরু হবে গণনা। দুপুরবেলা গড়াতেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours