Subrata Bhattacharya: অনলাইন প্রতারণার শিকার প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য

subrata_bhattcharya

মাধ্যম নিউজ ডেস্ক: অনলাইন প্রতারণার (Online Fraud) শিকার হলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। পার্ক স্ট্রিটের বেসরকারি ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট রয়েছে তাঁর। কয়েকদিন আগে মোবাইলে টাকা তোলার মেসেজ পান তিনি। সরাসরি ব্যাঙ্কে গিয়ে দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে ১৮ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। ব্যাঙ্কের নির্দেশেই পার্ক স্ট্রিট এবং গলফ গ্রিন থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু এখনও টাকার কোনও হদিস মেলেনি। 

হতাশ সুব্রত

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এত টাকা গায়েব হয়ে যাওয়ায় স্বভাবতই ভেঙে পড়েছেন মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। ডিজিটাল ভারতে প্রতিনিয়ত বাড়ছে ডিজিটাল লেনদেন। পোশাক থেকে খাবার, সব ক্ষেত্রেই অনলাইনে কেনাকাটা করার হিড়িক বেড়েছে। এ ছাড়া দোকানে গিয়েও ডেবিট কার্ডে টাকা দেওয়ার প্রবণতা বেড়েছে সাধারণ মানুষের।  বাড়ছে অনলাইনে প্রতারণার ঘটনাও।

আরও পড়ুন: ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য, ১১ কোটি বাড়িতে জলের লাইন! অভাবনীয় সাফল্য মোদি সরকারের

সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya) ওরফে ময়দানের বাবলুদার ধারণা, অনলাইন জালিয়াতির শিকার হয়েছেন তিনি। তাঁর কথায়, “আমার মতো একজন সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট হয়ে গেল। খুবই সমস্যায় পড়েছি। জমানো টাকাই আমার সম্বল। এই ঘটনা আজকের নয়, প্রায় ছয়দিন হতে চলল। আমার পেনশনের টাকায় সংসার চলে। তার মধ্যে ১৮ লক্ষ টাকা গায়েব হয়ে গেল কী করে বুঝতে পারছি না। সত্যিই নিজেকে অসহায় লাগছে। কার কাছে গেলে প্রতিকার পাব, আমি জানি না। কারও কাছ থেকে সুখবর পাচ্ছি না। আপাতত অপেক্ষা করছি হারানো টাকা উদ্ধারের জন্য।” তিনি জানান, শীঘ্রই লালবাজারে গোয়েন্দা বিভাগে জানাবেন। তিনি এই নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থও হতে পারেন। তাঁর কথায়, “আমার তো তাও সামান্য নামডাক আছে, কিন্তু একটা সাধারণ মানুষের এমন যদি হয়, সে কোথায় যাবে, সেটাই আমাদের এখানে অন্ধকারে।”

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share