মাধ্যম নিউজ ডেস্ক: গাজায় শুরু হয়েছে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির প্রথম দিন তিন ইজরায়েলি (Israel) পণবন্দিকে মুক্ত করল হামাস (Hamas)। গতকাল রবিবারই তাঁদের মুক্তি দেওয়া হয়। অন্যদিকে, ইজরায়েল মুক্ত করেছে ৯০ জন প্যালেস্তাইনের নাগরিককে। হামাসের তরফে জানানো হয়েছে, রোমি গনেন, এমিলি ডামারি, ডোরন স্টেইনব্রিচার নামের তিন মহিলাকে মুক্ত করা হল।
৪৭১ দিন পরে মিলল মুক্তি
প্রসঙ্গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। সেই সয়ম বহু ইজরায়েলিকে অপহরণ করে পণবন্দি করা হয়। তাঁদের মধ্য়ে এই তিন মহিলাও ছিলেন। ৪৭১ দিন পরে নিজেদের পরিবারের সঙ্গে তাঁদের পুনর্মিলন হল। এমন অবস্থায় আবেগপ্রবণ হয়ে পড়েন সকলেই। অন্যদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইজরায়েল ডিফেন্স ফোর্স এক্স মাধ্যমে পোস্টও করে। তারা এই তিন মহিলাকে স্বাগত জানায়। এর পাশাপাশি, এক্স মাধ্যমে লেখা হয়, ‘‘৪৭১ দিনেরও বেশি সময় ধরে আমরা এই লড়াই করে আসছি।’’
তিনজনেই বর্তমানে সুস্থ রয়েছেন
জানা গিয়েছে, ওই তিনজনেই বর্তমানে সুস্থ রয়েছেন। ৩ পণবন্দি মহিলার দেশে প্রত্যাবর্তনকে সরাসরি সম্প্রচারিত করা হয় তেল আভিভে। সেখানেই দেখা যায় ওই তিন মহিলা হামাস জঙ্গিদের (Hamas) দ্বারা পরিবেষ্টিত হয়ে রেডক্রসের একটি গাড়িতে উঠছেন এবং সীমান্ত অতিক্রম করার সময় তাঁর উচ্ছ্বসিত হয়ে পড়েন। প্রসঙ্গত, ইজরায়েল-হামাস (Hamas) সংঘাত শুরুর পর থেকেই যুদ্ধবিরতির জন্য লাগাতার মধ্যস্থতা করছিল কাতার, মিশর, সৌদি আরবের মতো একাধিক দেশ। ইজরায়েলকে সমর্থন করে যুদ্ধ থামাতে উদ্যোগী হয় আমেরিকাও।
মিশরে বৈঠক হয় হামাস-ইজরায়েলের প্রতিনিধিদের
সেইমতো চলতি মাসেই মিশরের কায়রোতে আলোচনায় বসেন হামাস (Hamas) ও ইজরায়েলের প্রতিনিধিরা। দুপক্ষের বৈঠক সেখানে সদর্থক হয়। তারপরেই শুরু হল যুদ্ধবিরতির বিভিন্ন ধাপ। কিন্তু রবিবার ফের একবার সংশয় দেখা দিয়েছিল। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে জানিয়ে দেওয়া হয়, তারা আক্রমণ চালিয়ে যাবে। কারণ হিসেবে তারা জানায়, এখনও তালিকা প্রকাশ করেনি হামাস। তবে পরে অবশ্য তালিকা প্রকাশ করে দেয় হামাস।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
Leave a Reply