Harmeet K Dhillon: টিম ট্রাম্পে আরও এক ভারতীয় বংশোদ্ভুত, মানবাধিকার কমিশনের শীর্ষে হরমিত

WhatsApp_Image_2024-12-10_at_549.45_PM

মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিমে ফের এক ভারতীয় বংশোদ্ভূত ললনা। পেশায় আইনজীবী হরমিত কৌর ধিলোঁকে (Harmeet K Dhillon) মানবাধিকার সংক্রান্ত বিষয়ের সহকারী অ্যাটর্নি জেনারেলের পদে নির্বাচিত করলেন ট্রাম্প। ধিলোঁ এক বিবৃতিতে ট্রাম্পকে ধন্যবাদ জানান। বলেন, তিনি মার্কিন নাগরিক অধিকার এজেন্ডায় সহায়তা করবেন। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “আমি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নাগরিক অধিকারের জন্য সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে হারমিত কে. ধিলোঁকে মনোনীত করতে পেরে আনন্দিত।” ধিলোঁ ল গ্রুপ এবং সেন্টার ফর আমেরিকান লিবার্টি নামে দুটি সংস্থার প্রতিষ্ঠাতা। তাঁকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের টিমে জায়গা পেলেন মোট চারজন ভারতীয় বংশোদ্ভূত। 

হরমিতের জন্ম ভারতে (Harmeet K Dhillon)

হরমিত কৌর (Harmeet K Dhillon) ধিলোঁর জন্ম ভারতের পঞ্জাবের চণ্ডীগড়ে ১৯৬৯ সালে। একটি পঞ্জাবী শিখ পরিবারে জন্ম তাঁর। হরমিতের বাবা তেজপাল সিং ধিলোঁ মেয়ের শিশুকালেই আমেরিকায় চলে যান। তিনি পেশায় চিকিৎসক। আমেরিকায় নিউইয়র্কে স্কুল শিক্ষা শুরু হলেও হরমিতের পরিবার পরবর্তী কালে উত্তর ক্যালিফোর্নিয়ায় পাকাপাকিভাবে বসবাস করেন। ডার্টমাউথ কলেজ এবং ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া ল স্কুলের স্নাতক, এবং ইউএস ফোর্থ সার্কিট কোর্ট অফ আপিলসে কেরানি। হারমিত শিখ ধর্মীয় সম্প্রদায়ের একজন সম্মানিত সদস্য।

কী বললেন হরমিত?

এই বিষয়ে হরমিত কৌর ধিলোঁ  (Harmeet K Dhillon)বলেন, “আমাদের দেশের নাগরিক অধিকার অ্যাজেন্ডাকে সহায়তা করার জন্য রাষ্ট্রপতি ট্রাম্পের মনোনয়নের দ্বারা আমি অত্যন্ত সম্মানিত। আমাদের মহান দেশকে সেবা করতে সক্ষম হওয়া আমার স্বপ্ন ছিল। আমি তাতে অংশ নিতে পেরে খুশি। আমার পরিবারের সকলের সমর্থন রয়েছে। আমার বাবা, স্বামী যাঁরা দেখে যেতে পারলেন না, আমি আশা করি ঈশ্বরের কৃপায় তাঁদের স্মৃতিকে সম্মান করব।” এর আগে ১৬ জুলাই ট্রাম্পের প্রচারের সময়, রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে একটি শিখ প্রার্থনা আরদাস পালন করেছিলেন ধিলোঁ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share