মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হুঙ্কার, ‘হিন্দু সরকার হবে ছাব্বিশে।’ বৃহস্পতিবারই শুভেন্দু অধিকারী বাংলাদেশের হিন্দুদের প্রসঙ্গ টেনে সাফ বলেন, “সব হিন্দুরা এক আছে তো? হিন্দু সরকার হবে ছাব্বিশে। হিন্দু সরকার হবে।” একইসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা হিন্দুত্ববোধ জাগরণের উদ্দেশে রাজ্যের সব বাড়িতে গীতা পৌঁছে দেওয়ার কথাও বলেন।
প্রতি বাড়িতে গীতা পৌঁছে দেওয়ার কথা বলেন শুভেন্দু (Suvendu Adhikari)
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কর্মসূচি থেকে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘আমরা সব হিন্দু বাড়িতে গীতা পৌঁছে দেব। হিন্দু ধর্ম জিন্দাবাদ। দুনিয়ার হিন্দু এক হও।’’ প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ইস্যুতে নন্দীগ্রামে এক বিক্ষোভ মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানেই এই কথাগুলি বলতে শোনা যায় তাঁকে।
On 15th December, 2024, at Henria, Purba Medinipur District, radicalists associated with the ruling party of WB raised the slogan:
“Hindu Hatao, Desh Bachao”
(Remove Hindus, Save the Nation).Today more than 15 thousand Sanatani People assembled at the same location to protest… pic.twitter.com/7Qilcqe0cW
— Suvendu Adhikari (@SuvenduWB) January 2, 2025
আশঙ্কা চিন্ময়কৃষ্ণ দাসে জীবন বিপন্ন হতে পারে
অন্যদিকে, বৃহস্পতিবারই চট্টগ্রাম আদালতে জামিন খারিজ হয় হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের। বিচারকের এমন সিদ্ধান্ত ঘিরে ফের শুরু হয় বিতর্ক। প্রশ্ন ওঠে বর্তমান বাংলাদেশে ইউনূস সরকারের আমলে বিচারব্যবস্থার স্বচ্ছতা নিয়েও। বাংলাদেশের এমন ঘটনায় শুভেন্দু অধিকারীকে আশঙ্কা প্রকাশ করতে দেখা যায়। বিরোধী দলনেতার আশঙ্কা, হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জীবন বিপন্ন হতে পারে বাংলাদেশের জেলে। তাঁকে হত্যা করা হতে পারে বিষ প্রয়োগ করে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মতে, ‘‘যেভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্লো পয়জন করে মারা হয়েছিল, সেভাবেই চিন্ময়কৃষ্ণ দাসকে হত্যা করা হতে পারে।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
Leave a Reply