ICC Champions Trophy: বদলার ফাইনাল, কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড! গ্যালারি জুড়ে তেরঙা ওড়ানোর ডাক বিরাটের

icc champions trophy final india face new Zealand in dubai on sunday stadium full

মাধ্যম নিউজ ডেস্ক: শেষ বেলায় চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। রবিবার দপবাইয়ে মুখোমুখি ভারত ও নিউজল্যান্ড। অতীত বলছে আইসিসি খেতাব দখলের লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে মাঝেমাঝেই ধাক্কা খেয়েছে ভারত। রবিবারও লড়াইটা সহজ হবে না। দক্ষিণ আফ্রিকাকে অনায়াসে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গিয়েছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের পর ফাইনালেও ২৫ বছর আগে এমনই এক চ্যাম্পিয়ন্স ট্রফির (সেই সময় নাম ছিল আইসিসি নক-আউট) ফাইনালে খেলতে নেমেছিল ভারত এবং নিউজিল্যান্ড। সেইবার ট্রফি জিততে পারেনি টিম ইন্ডিয়া। তবে এবার বদলা নেওয়ার সুযোগ রয়েছে রোহিতদের কাছে। ইতিমধ্যেই গ্যালারি ভর্তি হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হয়েও সেখানে মাঠ ভরেনি। কিন্তু রবিবার ফাইনালে ভারত। টিকিট সব শেষ।

বিরাট আবেদন-লহেড়া দো

ইতিমধ্যে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওয় বিরাট ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনুরোধ করেছেন, তাঁরা যেন মাঠে আসেন এবং টিম ইন্ডিয়াকে সাপোর্ট করেন। কিং কোহলি বললেন, ‘‘আমি ভারতীয় ক্রিকেট সমর্থকদের শুধুমাত্র একটাই কথা বলতে চাই। মাঠে আসুন। আমাদের সাপোর্ট করুন। প্রত্যেকবার যেভাবে বিশাল সংখ্য়ক সমর্থক মাঠে এসে আমাদের সাপোর্ট করেন, এবারও আপনাদের থেকে তেমনই সাপোর্ট আমাদের দরকার।’’ সঙ্গে বিরাট আরও যোগ করেছেন, ‘‘ভারত থেকে দুবাই তো আর খুব বেশি দুরে নয়। সেকারণে আমি বিশ্বাস করি, ভারতীয় ক্রিকেট সমর্থকরা এখানেও স্টেডিয়াম খুব দ্রুত ভরিয়ে দেবেন। আপনাদের এই সমর্থনকে আমরা সবসময় সম্মান করি। বিশেষ করে বড় ম্যাচে এবং কঠিন পরিস্থিতিতে আপনারা সবসময় আমাদের পাশে থাকেন। সেকারণে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।’’ সবশেষে বিরাট বললেন, ‘‘আমরা সবসময় জেতার চেষ্টা করি। মাঠের মধ্যে নিজেদের সেরাটা উজাড় করে দিই। ভারতের পতাকা আরও উঁচুতে ওড়াতে চাই। সেকারণে দয়া করে মাঠে আসুন। আমাদের সাপোর্ট করুন। আপনার মুখের হাসি আমরা মুছতে দেব না।’’

কত টাকায় বিকোল টিকিট

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ২৫,০০০ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত ফাইনাল ম্যাচের জন্য গোটা স্টেডিয়াম ভর্তি হয়ে গিয়েছে। স্টেডিয়ামে ২৫ হাজার আসনের টিকিট চোখের নিমেষেই ফুরিয়ে গিয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের টিকিট মোটামুটি ৬,০০০ টাকা থেকে শুরু হয়েছিল। আর এই টিকিট সর্বাধিক দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৮৩ হাজার ৮৭১ টাকায়। এই টিকিট কাটলে আপনাকে হসপিটালিটি বক্সে বসে ম্যাচ দেখার যাবতীয় সুযোগ সুবিধে দেওয়া হবে। মজার ব্যাপার, এই টিকিটও ইতিমধ্যে নিঃশেষ হয়ে গিয়েছে।

ভারত-নিউজিল্যান্ড অতীত রেকর্ড

আইসিসি একদিনের বিশ্বকাপের ইতিহাসে, দুটি দল ১১ বার মুখোমুখি হয়েছে। নিউজিল্যান্ড এবং ভারত প্রত্যেকেই ৫টি করে ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। তাছাড়া, এই একই কিউই দল ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের যাত্রা শেষ করেছিল। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত কখনও নিউজিল্যান্ডকে হারাতে পারেনি। দুটি দল তিনবার একে অপরের মুখোমুখি হয়েছে, যার তিনটি ম্যাচই কিউই দল জিতেছে। দুটি দল এর আগে ২০২১ সালের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল, যেখানে নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে তাদের প্রথম আইসিসি ইভেন্ট শিরোপা জিতেছিল। তবে একদিনের ক্রিকেটে অতীতে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ১১৯টি ম্যাচে। তার মধ্যে ৬১টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের জয় ৫০টি ম্যাচে।

নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ

চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আট দলের মধ্যে ভারতীয় দলের স্পিন আক্রমণের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা শুধু নিউজিল্যান্ডের রয়েছে। সেই দলের অধিনায়ক বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। সেই সঙ্গে রয়েছেন মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপ্স এবং রাচিন রবীন্দ্র। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিল্ডিংয়ে সবচেয়ে বেশি দক্ষতা দেখিয়েছে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপ্স যেমন কিছু অবিশ্বাস্য ক্যাচ নিয়েছেন, তেমনই রান বাঁচিয়েছেন বাকি ফিল্ডারেরা। বিপক্ষের জন্য যা কঠিন পরিস্থিতি তৈরি করে দেয়। গত ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রায় ৩০-৪০ রান ফিল্ডিংয়ে বাঁচিয়েছিল নিউজিল্যান্ড।গুরুত্বপূর্ণ ম্যাচে ৩০-৪০ রান বাঁচিয়ে দিলে চাপ তৈরি হয়ে যাবে যে কোনও দলের। স্যান্টনার বলেছেন, “দুবাইয়ে গিয়ে ভারতকে চাপে ফেলে দেওয়া আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। কোন কৌশল কাজে লাগবে এবং কোনটা লাগবে না সেটা বুঝতে পেরেছি। বোলারেরা যে ভাবে ভারতের টপ অর্ডারকে বিপদে ফেলেছিল সেটা ভাল লেগেছিল। আরও এক বার টস জিততে পারলে ভাল লাগবে।”

অপরাজিত ভারত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) অপরাজিত থেকে ফাইনালে উঠেছে রোহিত শর্মার ভারত। সামনে এ বার নিউজিল্যান্ড (New Zealand)। গ্রুপ পর্বে কিউয়িরা শুধুমাত্র হেরেছিল ভারতের (India) কাছে। গ্রুপের ম্যাচে জিততে না পারলেও নিউজিল্যান্ড দল যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল ভারতকে। টপ অর্ডারকে কম রানে সাজঘরে ফেরত পাঠিয়েছিলেন কিউয়ি বোলারেরা। সেই একই কাজ ফাইনালেও করে দেখাতে চায় তারা। অন্যদিকে ভারত চায়, ফের জ্বলে উঠুক বিরাট ব্যাট, শতরান পান রোহিত। বরুণ চক্রবর্তীয় মিস্ট্রি স্পিনে ঘায়েল হকো কিউইরা। শামির স্বপ্নের স্পেলে খরের মতো উড়ে যাক নিউজিল্যান্ড। ফের একবার আইসিসি খেতাব হাতে তেরঙা নিয়ে মাঠ প্রদক্ষিণ করুন রোহিত-কোহলি জুটি।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে দুপুর ২.৩০ মিনিটে। ম্যাচের আগে ২টো নাগাদ টস হবে। ফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস ২ ও স্পোর্টস ১৮-১ এবং স্পোর্টস ১৯-খেল। এ ছাড়া মোবাইলে দেখা যাবে জিওহটস্টার অ্যাপ্লিকেশনে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share