মাধ্যম নিউজ ডেস্ক: আজ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচ হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যে মাঠে দুই দলের একটা ইতিহাস রয়েছে বৈকি। ২০১১ বিশ্বকাপের ফাইনালে শেষবার এই মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার, লঙ্কাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। তার পর পেরিয়ে গিয়েছে ১২ বছর। ফের একবার বিশ্বকাপের ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা।
এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। ভারতের প্রথম একাদশে কোনও পরিবর্তন হয়নি। রোহিত জানান, টসে জিতলে তিনি প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন। ফলে, টস হারাটা ফ্যাক্টর নয়। পিচ ব্যাটিং সহায়ক। অন্যদিকে, শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন হয়েছে। ধনঞ্জয় ডি সিলভার জায়গায় দুশন হেমন্ত এসেছেন প্রথম একাদশে।
দুই দলের দুই লক্ষ্য
দুই দল আজ নিজ নিজ পৃথক লক্ষ্য নিয়েই মাঠে নামছে। একদিকে, এই প্রথম ভারত এবং শ্রীলঙ্কা ওয়াংখেড়ের মাঠে মুখোমুখি হচ্ছে। বৃহস্পতিবার দুই দল নামবে দু’টি আলাদা লক্ষ্য নিয়ে। ৬ ম্যাচ খেলে ৬টিতেই জয়ী ভারতীয় দল এখন দারুন ফর্মে রয়েছে। ভারতের মোট পয়েন্ট এখন ১২। তাও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেনি টিম ইন্ডিয়া। ফলে, রোহিতরা চাইবেন আজকের ম্যাচ জিতে সেমিফাইনালের জায়গা পাকা করে ফেলতে। অন্যদিকে, শ্রীলঙ্কা চাইবে এই ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে। এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলে তারা পেয়েছে মাত্র ৪ পয়েন্ট। আফগানিস্তানের বিরুদ্ধে হেরে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে তারা। একদিনের বিশ্বকাপের মঞ্চে মোট ৯ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। এতে দুই দলের সাফল্যই সমান। ৪ বার জয় পেয়েছে মেন ইন ব্লু। শ্রীলঙ্কাও তাই। ৪ ম্যাচে জয় পেয়েছে তারা।
দুদলের একাদশ…
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, দুশন হেমন্ত, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মাহেশ থিক্সানা, কাসুন রাজিথা, দুষ্মন্ত চামিরা, দিলশান মধুশঙ্কা।
ফর্ম নিয়ে সতর্ক রোহিত
গতকাল সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দেন, তাঁরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন। প্রথম একাদশ নির্ধারণ করবেন পিচ দেখেই। রোহিত বলেন, ‘‘এই মুহূর্তে সব বোলারই ভালো ছন্দে রয়েছেন। সকলেই খেলতে মুখিয়ে রয়েছেন। ওদের বিশ্রামের দরকার নেই। ওদের শরীর ভালো জায়গায় রয়েছে। তবে, পিচ দেখে চূড়ান্ত কম্বিনেশন ঠিক করব।’’ চলতি বিশ্বকাপে ভালো ফর্মে রয়েছেন ব্যাটার রোহিত শর্মাও। ৬টা ম্যাচে ৩৯৮ রান করেছেন। তা সত্ত্বেও তাঁর গলায় ধরা পড়ল সতর্কতার ছাপ। তিনি বললেন, ‘‘সবকিছু ক্লিক করাতেই তিনি সাফল্য এনে দিতে পারছি। তবে যদি আমি একটি খারাপ খেলা খেলি তখন আমি হঠাৎ করেই একজন খারাপ অধিনায়ক হয়ে যাব।’’
A nostalgic moment at Wankhede as #TeamIndia faces Sri Lanka again after #CWC2011 finals, this time aiming to secure a spot in the semis! 🤩🙌🏻
Tune-in to #INDvSL in the #WorldCupOnStar
Today, 12.30 PM onwards | Star Sports Network#CWC23 #Cricket pic.twitter.com/PbGMybMGlZ— Star Sports (@StarSportsIndia) November 2, 2023
কোথায়, কখন হচ্ছে ম্যাচ?
আজ, ২ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টোয়।
India looks to secure a semi-final spot while Sri Lanka hopes to end the hosts’ unbeaten streak 🏏
More on #INDvSL ➡️ https://t.co/FWTKyzkFnU pic.twitter.com/19AinG6FTB
— ICC (@ICC) November 2, 2023
কীভাবে দেখবেন ম্যাচ?
ভারতে ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসে। অনলাইনে ম্যাচ দেখতে পাবেন ডিজনি + হটস্টার অ্যাপে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply