মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Poll) রাজ্য জুড়ে যখন সন্ত্রাস, খুনোখুনি চলছে, তখন উল্টো চিত্র দেখা গেল পাহাড়ে। শনিবারে পাহাড়ে শান্তিপূর্ণভাবেই দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হল। এদিন সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। কিন্তু, বৃষ্টিকে উপেক্ষা করে পাহাড়বাসী উৎসবের মেজাজে ভোট দিলেন। কেননা দীর্ঘ ২৩ বছর পর পঞ্চায়েত নির্বাচন হল। বিমল গুরুং এদিন দার্জিলিংয়ের পাতলেবাসে ভোট দেন।
পাহাড়ে ভোট যুদ্ধে কারা রয়েছে?
পাহাড়ের ভোটের (Panchayat Poll) লড়াই হচ্ছে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও তৃণমূল কংগ্রেস জোটের সঙ্গে বিজেপির নেতৃত্বে আটটি আঞ্চলিক রাজনৈতিক দলের জোটের। শেষ পঞ্চায়েত নির্বাচনে পাহাড়ে একচ্ছত্র রাজ ছিল সুবাস ঘিসিংয়ের দল জিএনএলএফের। এখন পাহাড়ের রাশ অনিতের বিজিপিএমের হাতে। পঞ্চায়েত নির্বাচনে গ্রামের রাশ কার হাতে যায় সেটাই দেখার বিষয়। দার্জিলিং জেলায় মোট ৫১৪টি বুথ রয়েছে। স্পর্শকাতর বুথ রয়েছে ২৩ টি এবং দুর্গম এলাকায় ৩ টি বুথ রয়েছে। মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৯৫২ জন। কালিম্পং এখন আলাদা জেলা। কাজেই জেলা হিসেবে সেখানে এবারই প্রথম পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। দার্জিলিংয়ে ৭০ টি গ্রাম পঞ্চায়েতের ৫৯৮টি আসন রয়েছে। আর পাঁচটি পঞ্চায়েত সমিতিতে ১৫৬ টি আসন রয়েছে। কালিম্পঙে ৪২ টি গ্রাম পঞ্চায়েতে ২৮১ টি আসন এবং চারটি পঞ্চায়েত সমিতিতে ৭৬ টি আসন রয়েছে।
উৎসবের মেজাজে ভোট দিলেন ভোটাররা
সকাল থেকেই বিভিন্ন বুথে পুরুষদের সঙ্গে মহিলা ভোটারদের ভিড় ছিল লক্ষ্যণীয়। বেশ কিছু বুথে আধা সামরিক বাহিনী ছিল না। তবুও, শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। কার্যত ভোটকে (Panchayat Poll) কেন্দ্র করে উৎসবের মেজাজে পাহাড়। উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই যখন রক্তাক্ত কাণ্ড, ঠিক সেই সময়ে উৎসবের আমেজেই ভোট দিলেন পাহাড়ের আমজনতা।
কী বললেন বিজেপি নেতৃত্বাধীন জোটের নেতারা?
বিজেপি নেতৃত্বাধীন জোটের নেতাদের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী ঠিকমতো মোতায়েন করা হয়নি। ফলে, পাহাড়ের অনেক মানুষ আতঙ্কে ভোট দেননি। আগেই জোটের বেশ কয়েকজন প্রার্থীকে ভয় দেখিয়ে অনিত থাপার দল মনোনয়নপত্র প্রত্যাহার করিয়েছে। তারপরেও যারা হুমকি উপেক্ষা করে প্রার্থী থেকে গিয়েছেন তাঁদের ও গ্রামবাসীদের অনিত থাপার দল নানা ধরনের হুমকি দিয়ে চলেছে। যদিও অনিত থাপা এই অভিযোগ অস্বীকার করে বলেন, শান্তিতেই পাহাড়ে ভোট হচ্ছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply