মাধ্যম নিউজ ডেস্ক: রীতিমতো পুলিশ অফিসার সেজে সোজা চাকরি দেওয়ার নাম করে এলাকায় টাকা তুলে প্রতারণা চলছিল। নিজেকে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের পরিচয় দিয়ে এলাকার মানুষের কাছে টাকা তুলত এই যুবক। সোমবার অভিযোগ পেয়েই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দেগঙ্গার কার্তিকপুর থেকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য গ্রেফতার করার সময় পরনে ছিলেন পুলিশেরই পোশাক।
উল্লেখ্য এই রাজ্যে আগেও ভুয়ো ডাক্তার, ভুয়ো সিআইডিঅফিসার, ভুয়ো সরকারি আমলা, ভুয়ো শিক্ষক, ভুয়ো সেনার পরিচয় দিয়ে একাধিক বার আর্থিক প্রতারণার ঘটনায় রাজ্যে ব্যাপক তোলপাড়ের ঘটনা ঘটেছিল। সরকারের বিরুদ্ধে এই নিয়ে বিরোধীরা তীব্র নিশানা করেছিল। রাজ্যে ফের একবার ভুয়ো পুলিশ কর্মী গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
কে এই যুবক (North 24 Parganas)?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত এই ভুয়ো পুলিশ আধিকারিক যুবকের নাম নাদিম হোসেন। তার বাড়ি উত্তর ২৪ পরগণার (North 24 Parganas) খড়দায়। দেগঙ্গা এলাকায় বেশ কিছু দিন ধরে বসবাস করছিল। এলাকায় পরিচয় দিত বারাসত পুলিশের ওসি ট্রাফিক যুবক। আর এই পরিচয়ের নাম করেই স্থানীয়দের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে টাকা তুলত।
কীভাবে ধরা পড়ল?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার (North 24 Parganas) এক বাসিন্দা নরুন ইসলাম নামক এক ব্যক্তি এই ভুয়ো পুলিশ কর্মীকে ছেলের চাকরির জন্য ৪০ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু এখানেই থেমে থাকেনি আরও টাকা চেয়েছিল যুবক। এরপর হাতেহাতে টাকা দেওয়ার কথা বললে কার্তিকপুরে আসতে বলা হয় যুবককে। যুবক নকল পুলিশ সেজে পুলিশের পোশাক পরে এসে উপস্থিত হয়। পাশাপাশি এখানে দেগঙ্গা থানার পুলিশ উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। পুলিশ পরিচয় পত্র জানতে চাইলে নিজের অপরাধ স্বীকার করে নেয় যুবক। এরপর তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
পুলিশের বক্তব্য
ধৃত ভুয়ো পুলিশ কর্মী নাদিম হোসেন সম্পর্কে দেগঙ্গা পুলিশ জানায় যে বাজার থেকে পুলিশের পোশাক কিনে ছিল। সাধারণত সিনেমার কাজের জন্য এই ধরনের পোশাক খোলা বাজারে ব্যবহার করা হয়। জেরায় জানিয়েছে, ছেলেবেলা থেকেই পুলিশ হওয়ার খুব ইচ্ছে ছিল তার। স্বপ্নপূরণ না হওয়ায় পুলিশের অভিনয় করে যুবক। তবে পুলিশ তার কথা মানতে নারাজ। চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার জন্যই এই ধরনের কাজ করছে বলে পুলিশের বক্তব্য।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours