India-Canada Conflict: দুই দেশের সম্পর্কের বরফ কি গলছে? কানাডার ভিসা চালু করল দিল্লি

canada

মাধ্যম নিউজ ডেস্ক: খালিস্তানি জঙ্গিদের আশ্রয় দেওয়া নিয়ে কানাডা এবং ভারতের কূটনৈতিক দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছিল গত মাসেই। সে সময় এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে কানাডার ট্রুডো সরকার, পাল্টা হিসেবে কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করে ভারতও। বিবাদ এমন পর্যায়ে পৌঁছায় যে মোদি সরকার কানাডার ভিসা (India-Canada Conflict) পর্যন্ত বাতিল করে। অবশেষে কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিদেশ মন্ত্রকের তরফে জারি করা নিষেধাজ্ঞা বেশ কিছুটা শিথিল করল কেন্দ্র। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ২৬ অক্টোবর থেকে এন্ট্রি ভিসা, বিজনেস ভিসা, মেডিক্যাল ভিসা এবং কনফারেন্স ভিসা দেওয়া হবে।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বরফ কি গলবে?

ভারত-কানাডার কূটনৈতিক ভারসাম্য (India-Canada Conflict) ফেরানোর জন্য রবিবারই বিবৃতি দেন বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর। তবে কানাডার কূটনীতিকরা ভারতের নানা বিষয় হস্তক্ষেপ করছে বলে উদ্বেগও প্রকাশ করেন তিনি। ঠিক এই আবহে আংশিকভাবে ভিসা দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ শিথিল করল দিল্লি। এতে গলবে কি বরফ? এমনটাই প্রশ্ন ওয়াকিবহাল মহলের। কারণ ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে অকাট্য প্রমাণ মিলেছে, কানাডা প্রশাসনের সঙ্গে খালিস্তানি জঙ্গিদের যোগাযোগ নিয়ে। নিহত খালিস্তানি জঙ্গি নেতা নিজ্জরের ছেলে (India-Canada Conflict) একথা সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেছে।

কূটনৈতিক দ্বন্দ্ব

প্রসঙ্গত, গত মাসের ২১ সেপ্টেম্বরে কানাডা নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল বিদেশ মন্ত্রক। কানাডার খালিস্তানি (India-Canada Conflict) জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় ভারতের হাত রয়েছে বলে অভিযোগ আনেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।  সে সময়ে এক ভারতীয় কূটনীতিককে ‘র’-এর এজেন্ট আখ্যা দিয়ে বহিষ্কারও করে কানাডার ট্রুডো সরকার। পাল্টা হিসাবে সেদেশের কয়েকজন কূটনীতিককে বহিষ্কার করে ভারতও। এরই মধ্যে গত বৃহস্পতিবার ৪১ জন কূটনীতিককে ভারত থেকে সরানোর কথা বলে কানাডা। এই কূটনীতিকদের পরিবারের ৪২ জন সদস্যকে সরিয়েও নেওয়া হয়। কানাডার বিদেশমন্ত্রী জোলি সাংবাদিক বৈঠক করে এ কথা জানান।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share